মানুষের উপকার করাই আউলিয়াদের দর্শন

ফটিকছড়িতে গাউসিয়া সমিতির মাহফিলে সৈয়দ মছিহুদ্দৌলা

| রবিবার , ৩০ এপ্রিল, ২০২৩ at ৭:৫২ পূর্বাহ্ণ

ফটিকছড়ি তেলপারই সৈয়দবাড়ি দবার শরীফের আল্লামা মুফতি সৈয়দ আবদুল কাহেরের (রহ.) বার্ষিক ফাতেহা গতকাল শনিবার দরবার শরীফে অনুষ্ঠিত হয়। গাউসিয়া সমিতি ও গাউছিয়া যুব সমিতি বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত ফাতেহা মাহফিলে সভাপতিত্ব করেন সৈয়দবাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশের মহাসচিব আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মজিআ)। তিনি বলেন, অসীম আধ্যাত্মিক শক্তির মাধ্যমে মানুষের উপকার করাই আউলিয়ায়ে কেরামের জীবন দর্শন। তেমনি অসাধারণ আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিলেন আল্লামা মুফতি সৈয়দ আবদুল কাহের (রহ.)। মাহফিলে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত সম্মেলন সংস্থা ওএসি বাংলাদেশের সভাপতি আল্লামা হাফেজ সোলাইমান আনসারী। মুখ্য আলোচক ছিলেন আল্লামা নূর মোহাম্মদ ছিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন দরবারের নায়েবে সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ তৌছিফুল হুদা, মাওলানা শামসুল আলম হোসাইনী, জাফতনগর ইউপি চেয়ারম্যান জিয়াউদ্দিন জিয়া, জাহেদুল ইসলাম চৌধুরী আইয়ুব, নুরুল আবছার, জমির উদ্দিন, সেলিম উদ্দিন, মাস্টার মুহাম্মদ ইসমাইল, মুহাম্মদ শাহজালাল, জহির উদ্দিন বাবর, নুরুল আলম মোল্লা, মুহাম্মদ মনছুর, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ মহসিন। বিশেষ আলোচক ছিলেন মাওলানা জসিম উদ্দিন, আলকাদেরী ও মাওলানা জসিম উদ্দিন আবেদী।

পূর্ববর্তী নিবন্ধইতিহাসবিদ রণজিৎ গুহ আর নেই
পরবর্তী নিবন্ধগভীর সমুদ্রে ভাসমান ১৯ জেলে উদ্ধার