মানুষের উপকার

মোহাম্মদ মন্‌জুরুল আলম চৌধুরী

| শনিবার , ২৯ জুন, ২০২৪ at ৪:৩০ পূর্বাহ্ণ

জীবনে এমন মানুষের উপকার করবেন না যে তা অস্বীকার করবে তো বটেই আপনার জন্য দা কুড়াল নিয়ে দাঁড়িয়ে যেতে পারে। এটা অস্বাভাবিক অনাকাঙ্ক্ষিত এবং হতবিহব্বল হওয়ার মতো ঘটনা হলেও এটা ভেবে সান্ত্বনা খুঁজুন আপনি আল্লাহ্‌ রাব্বুল আলামিনকে খুশি রাজি করার নিয়তে তার উপকার করেছেন। আপনার কর্মকাণ্ড আসলেই লোক দেখানো বা রিয়া ছিল না। যা করেছেন আল্লাহর ওয়াস্তে করেছেন। আমাদের সমাজে কতিপয় মানুষের জন্মগত এবং মজ্জাগত স্বভাব হচ্ছে স্বার্থপরতা, অকৃতজ্ঞতা। ওরা কোনো দিন নিজের স্বার্থ ছাড়া সামাজিক মানবিক নৈতিক এবং ধর্মীয় মূল্যবোধকে পাত্তা দেয় না। কারো অবদানকে স্বীকার করতে চায় না। স্বীকার করতে চায় না অন্যের নিকট থেকে নেয়া বদান্যতাও। এরা খুব সহজে এবং স্বাভাবিকভাবেই অতীত ভুলে যায়। পারিবারিক যে অবক্ষয়ের মধ্যে বেড়ে উঠেছে সেই বৃত্ত থেকে সহজে বেরিয়ে আসতে পারে না। একথা সত্য ‘কয়লা ধুলে ময়লা যায় না’। আপনি আস্তাকুঁড়ে থেকে টেনে তুলতে চাইলেও তাদের স্বভাব আচার আচরণ মনমানসিকতা কৃতজ্ঞতাবোধ সৌজন্যতাবোধের আদৌও কোনো পরিবর্তন হবে বলে মনে হয় না। তবুও আমরা আল্লাহ সুবাহানা তায়ালার কাছে এসব মানুষের হেদায়েতের জন্য শুধু দোয়াই করতে পারি। তাদের প্রতি এটাই আমাদের উত্তম আচরণ।

পূর্ববর্তী নিবন্ধএই আমি
পরবর্তী নিবন্ধমার্কিন সরকারের পরিবর্তীত ভূ-রাজনীতি