চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, যে কোনো মানুষের ভালো কাজ তাকে বাঁচিয়ে রাখে। বৈষয়িকভাবে কে কি পেল-সেটা বড় কথা নয়। তার কাজে দেশ ও জাতি কতটা উপকৃত হলো সেটাই মুখ্য বিষয়। গতকাল বুধবার বিকেলে আন্দরকিল্লায় পুরনো নগর ভবনের কে বি আব্দুস সাত্তার মিলনায়তনে চসিকের প্রধান নগর পরিকল্পনবিদ স্থপতি এ কে এম রেজাউল করিম ও নির্বাহী প্রকৌশলী অসিম বড়ুয়ার অবসরোত্তর বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়; সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক। বক্তব্য দেন সচিব আবু সাহেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, বিদায়ী প্রধান নগর পরিকল্পনাবিদ স্থপতি এ কে এম রেজাউল করিম ও নির্বাহী প্রকৌশলী অসিম বড়ুয়া, নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশ, চসিক শ্রমিক কর্মচারী লীগের (সিবিএ) সভাপতি ফরিদ আহম্মদ, সহকারী স্থপতি আবদুল্লাহ আল ওমর, সহকারী প্রকৌশলী আশিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকৌশলী ঝুলন কুমার দাশ। প্রেস বিজ্ঞপ্তি।