বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, আলেমদেরকে জ্ঞানগত শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে সমাজে যোগ্যতর ভূমিকা রাখতে হবে। মানুষকে শেখানোর কৌশলগুলো রপ্ত করে সত্যের পথে ও ন্যায়–ইনসাফের পথে ডাকতে হবে। সেবকের গুণ অর্জন করে সমাজকে নেতৃত্ব দিতে হবে।
গতকাল শনিবার চান্দগাঁওয়ে একটি সেন্টারে চট্টগ্রাম–৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. আবু নাছেরের সমর্থনে ওলামা–মাশায়েখ সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগরী ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মমতাজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান আলোচক ছিলেন, বোয়ালখালী থানা নায়েবে আমির ডা. মো. আবু নাছের। বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামী দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, মহানগরী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, পাচঁলাইশ থানা আমির মাহবুবুর হাসান রুমী, চান্দগাঁও থানা জামায়াতের সেক্রেটারি জসীম উদ্দিন সরকার, ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা মিয়া হোসাইন শরীফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











