মানুষকে ন্যায় ও ইনসাফের পথে ডাকতে হবে

ওলামা-মাশায়েখদের উদ্দেশে নগর আমির

| রবিবার , ৯ নভেম্বর, ২০২৫ at ৫:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, আলেমদেরকে জ্ঞানগত শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে সমাজে যোগ্যতর ভূমিকা রাখতে হবে। মানুষকে শেখানোর কৌশলগুলো রপ্ত করে সত্যের পথে ও ন্যায়ইনসাফের পথে ডাকতে হবে। সেবকের গুণ অর্জন করে সমাজকে নেতৃত্ব দিতে হবে।

গতকাল শনিবার চান্দগাঁওয়ে একটি সেন্টারে চট্টগ্রাম৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. আবু নাছেরের সমর্থনে ওলামামাশায়েখ সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগরী ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মমতাজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান আলোচক ছিলেন, বোয়ালখালী থানা নায়েবে আমির ডা. মো. আবু নাছের। বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামী দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, মহানগরী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, পাচঁলাইশ থানা আমির মাহবুবুর হাসান রুমী, চান্দগাঁও থানা জামায়াতের সেক্রেটারি জসীম উদ্দিন সরকার, ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা মিয়া হোসাইন শরীফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধক্যাপ্টেন (অব.) ডা. মুহাম্মদ শামসুল আলমের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দর নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না