মানিয়ে চললে বড়ই সুন্দর এই জীবন

সৈয়দা রিফাত আকতার নিশু | মঙ্গলবার , ৫ এপ্রিল, ২০২২ at ৬:২৪ পূর্বাহ্ণ

সময়কে উপভোগ করার মধ্যে লুকিয়ে আছে অপার আনন্দ! প্রকৃতির নিয়মে নিজেকে মানিয়ে নিতে পারাটা একটা বড় চ্যালেঞ্জ মানুষের জন্য! এই চ্যালেঞ্জ গ্রহণের মাধ্যমে প্রকাশিত হয় মানুষের সাহসীকতার মাত্রা! সময়ের ভিন্ন ভিন্ন রূপে নিজেকে রাঙিয়ে নিতে পারলে জীবনকে পরিপূর্ণ উপভোগ করতে পারে একটা মানুষ। ভোরের স্নিগ্ধতা যেমন শিশুর মত একটা মোলায়েম অনুভূতি জাগ্রত করে! তেমনি ভর দুপুরের সূর্যের তীব্রতা যৌবনের তেজ জাগ্রত করে! আর পড়ন্ত বেলার সূর্যের আলোয় মায়াময় ক্লান্তিতে নিবু নিবু করে সবকিছু! সূর্যের আলোর এই বর্ণীলতা যেমন সমান্তরাল নয়! তেমনি মানবজীবনের শৈশব, কৈশোর, যৌবন এবং বৃদ্ধকালও সমান্তরাল নয়! ভোরের পাখির কলরব আর শেষ বিকেলে নীড়ে ফেরার আকুলতায় বিভোর ডানামেলা ক্লান্ত পাখির কিচিরমিচির কি কখনও এক হয়? এমনই উত্থান পতনের খেলায় চলমান জীবন নামক এই যাত্রাকথন! সময়ে আলোকিত সময়ে ম্লান। মানিয়ে চললে বড়ই সুন্দর এই জীবন। নচেৎ বড্ড বেশি বেমানান!

পূর্ববর্তী নিবন্ধপবিত্র রমজানের শুভ্রতার ছোঁয়া লাগুক সকল হৃদয়ে
পরবর্তী নিবন্ধকৃত্রিম বুদ্ধিমত্তা বদলে দিতে পারে ভবিষ্যৎ যুদ্ধের গতিপ্রকৃতি