রাউজানস্থ পশ্চিম নোয়াপাড়া পল্লী উন্নয়ন সমিতির সম্মানিত উপদেষ্টা মানিক মহাজন (৯৭) গত ১ ফেব্রুয়ারি বিকাল ৩টায় নিজ বাসভবনে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ৪ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। পশ্চিম নোয়াপাড়ার পারিবারিক শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। আগামীকাল মঙ্গলবার প্রয়াতের পারলৌকিক ক্রিয়া ও শ্রাদ্ধানুষ্ঠান নিজ গ্রামে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে গীতা শিক্ষা কমিটি, পশ্চিম নোয়াপাড়া পল্লী উন্নয়ন সমিতি, প্রান্তিক ক্রীড়া সংস্থা, সিদ্ধেশ্বরী কালী বাড়ী পরিচালনা পরিষদ, রাউজান সাহিত্য পরিষদ, রাউজান রাইটার্স ক্লাব, আন্তর্জাতিক মাতৃভক্তি উদযাপন পরিষদ, বাগীশ্বরী সংগীতালয়সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।