মানিকছড়িতে হামলায় আহত কৃষকের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১৬ জুলাই, ২০২১ at ৬:২৫ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়িতে প্রতিপক্ষের হামলায় আহত আবদুল হালিম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বুধবার রাত সাড়ে ১২ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, উপজেলার সাপমারার নোনাবিল গ্রামের কৃষক আবদুল হালিম বুধবার তার দুই ছেলে রাকিবুল ইসলাম ও রিফাত ইসলামকে নিয়ে জমিতে চাষাবাদ করছিল। এসময় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই ছেলেসহ আব্দুল হালিম জখম হয়। প্রতিবেশিরা আহতদের উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপতালে প্রেরণ করেন। সেখানে আহত আব্দুল হামিদের মৃত্যু হয়। মানিকছড়ি থানার ওসি শাহনূর আলম জানান, মূলত জমি নিয়ে বিরোধ থেকে এ হামলার ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় মসজিদ-মন্দিরে অনুদানের চেক বিতরণ
পরবর্তী নিবন্ধনিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ