মানিকছড়িতে বাড়ির পাশে ব্যবসায়ীর লাশ

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ মে, ২০২১ at ৫:১৫ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়িতে সাবেক জিপ চালক সমিতির সভাপতি এবং কাঠ ব্যবসায়ী আবদুল ছাদেক (৬০)এর গলায় ফাঁস দেয়া মরদেহ বাড়ির পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ডাইনছড়ি এলাকার মৃত আলী হোসেনের মেঝ ছেলে আবদুল ছাদেক কাঠ ব্যবসায়ী। সমপ্রতি উপজেলার বাজারস্থ সাবেক খলিল সাহেবের টিলায় মুসলিমপাড়ায় স্থায়ী বসবাস গড়ে তোলেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৬ টার পর বাড়ির অদূরে বড় বহেরা গাছে গলায় ফাঁস দেয়া লাশ দেখতে পায় প্রতিবেশিরা। পরে নিহতের স্ত্রী জুলেখা বেগম ও ছেলে ওমর ফারুক (২৫) খবর পেয়ে ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করলে প্রতিবেশিরা বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।
নিহতের উদ্ধারকৃত লাশের প্রাথমিক নমুনায় এটি আত্মহত্যা বলে মনে হলেও পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে। এদিকে এ ঘটনায় প্রাথমিকভাবে একটি ইউডি মামলা রেকর্ড করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
মানিকছড়ি সার্কেলের সিনিয়র পুলিশ সুপার মুহাম্মদ সাইফুল ইসলাম এ বিষয়ে বলেন, কাঠ ব্যবসায়ী আবদুল ছাদেকের লাশের খবর পেয়ে দ্রুত অফিসার ইনচার্জসহ পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। লাশের ধরন দেখে আপাতত মনে হচ্ছে এটি একটি আত্মহত্যা। তবে নিহতের ব্যবসা, পারিবারিক বিষয়সহ নানা বিষয় মাথায় রেখে আমরা কাজ করছি। বিষয়টি গুরুত্ব দিয়ে ক্লু উদঘাটনে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ১৩ খাল ভরাট
পরবর্তী নিবন্ধবান্দরবানে আরাকান আর্মির ৩ সদস্য আটক