মানিকছড়িতে নির্বাচন অফিসারের বিরুদ্ধে বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২০ at ৫:২২ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা নির্বাচন অফিসার আরাফাত আল হোসাইনীর বিরুদ্ধে নতুন ভোটার হালনাগাদ, ভোটারের নাম, বয়স সংশোধন, ভোটার স্থানান্তরসহ নানা বিষয়ে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে। তাঁর অসদাচরণের প্রতিবাদ জানিয়ে এবং অপসারণের দাবিতে শিক্ষক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল ১২ নভেম্বর বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বর হয়ে নির্বাচন অফিসের সামনে অবস্থান নেয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, মো. মাঈন উদ্দিন, মো. রফিকুল ইসলাম, মো. সামায়উন ফরাজী সামু, মো. জাহাঙ্গীর আলম, মো. জামাল হোসেন, চলাপ্‌রু মারমা নিলয়, মো. জাফর আলম প্রমুখ। এসময় মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন বিক্ষোভকারী জনতাকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে বলেন, তদন্ত বৈঠকে মানিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তার বিষয়ে জেলা প্রশাসক ও আঞ্চলিক অফিসসহ উচ্চ পর্যায়ে অবহিত করা হয়েছে। অতিশীঘ্রই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিক্ষোভকারীদের আশ্বস্ত করেন। তবে সকল অভিযোগ অস্বীকার করে মানিকছড়ি নির্বাচন অফিসার আরাফাত আল হোসাইনী বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমি নির্বাচন কমিশনের বিধি মোতাবেক কাজ করেছি।’

পূর্ববর্তী নিবন্ধপটিয়ার কোলাগাঁওয়ে আ.লীগের কর্মীসভা
পরবর্তী নিবন্ধ‘ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দিয়েছে’