মানিকছড়িতে ট্রাক্টরের সাথে সংঘর্ষে বাইক আরোহী নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১৯ মে, ২০২৩ at ৮:০১ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়িতে বালুভর্তি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। তার নাম মো. আয়ুব আলী (৩৯)। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। সে বড়বিল এলাকার মৃত আব্দুল ছাদেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টিভেজা সড়কে বালুভর্তি ট্রাক্টরের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মহিউদ্দীন তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ট্রাক্টর জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধঝর্নাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ
পরবর্তী নিবন্ধদুদিন পর তরুণীসহ চারজন গ্রেপ্তার