খাগড়াছড়ির মানিকছড়ির ওয়াকছড়ির প্রান্তিক কৃষক মো. আবু তালেবের নিজস্ব ভূমিতে সৃজিত থাই পেয়ারা ও আপেল কুল বাগানের গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে বাগানের ৩শ ফল গাছ কেটে ঘরে আগুন দিয়ে পুড়ে দেয় দুর্বৃত্তরা। সকালে সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ক্ষতিগ্রস্ত মো. আবু তালেব বলেন, আমার নিজের জমিতে বাগান করেছি। কারো সাথে জমি নিয়েও বিবাদ ছিল না। তারপর একটি গোষ্ঠী আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য আমার বাগান কেটে দিয়েছে। এতে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।
মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনূর আলম বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।












