খাগড়াছড়িতে অভিযানে চালিয়ে ২১ লক্ষ টাকা মূল্যের বিদেশী সিগারেট জব্দ করেছে পুলিশ। এ সময় দুইজনকে আটক করেছে পুলিশ।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গভীর রাতে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের গাড়িটানা টোল কেন্দ্রের সামনে পিকআপ থামিয়ে ৭টি প্লাস্টিকের ড্রামে লুকিয়ে পাচার করা ১৪১৫ কার্টন বিদেশি সিগারেট জব্দ ও দুই পাচারকারী মো.ইকবাল হোসেন (২৬) ও মো. আবদুল শুক্কুর (২৮)কে আটক করা হয়।
উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক মূল্য ২১ লক্ষ ৪৯ হাজার ৫শ টাকা।