মানিকছড়িতে ২১ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ২

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ৭ নভেম্বর, ২০২৩ at ৬:৪৮ অপরাহ্ণ

খাগড়াছড়িতে অভিযানে চালিয়ে ২১ লক্ষ টাকা মূল্যের বিদেশী সিগারেট জব্দ করেছে পুলিশ। এ সময় দুইজনকে আটক করেছে পুলিশ।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গভীর রাতে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের গাড়িটানা টোল কেন্দ্রের সামনে পিকআপ থামিয়ে ৭টি প্লাস্টিকের ড্রামে লুকিয়ে পাচার করা ১৪১৫ কার্টন বিদেশি সিগারেট জব্দ ও দুই পাচারকারী মো.ইকবাল হোসেন (২৬) ও মো. আবদুল শুক্কুর (২৮)কে আটক করা হয়।

উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক মূল্য ২১ লক্ষ ৪৯ হাজার ৫শ টাকা।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১৩ মামলা, গ্রেফতার ১৫