মানহীন ওষুধ প্রসঙ্গে

| শনিবার , ২ অক্টোবর, ২০২১ at ৫:৩৯ পূর্বাহ্ণ

ওষুধ প্রস্তুতকারক ও রপ্তানিকারক দেশগুলোর মধ্যে এখন বাংলাদেশের স্থান অনেক ওপরে। এতে যেমন দেশের সুনাম বৃদ্ধি পাচ্ছে, তেমনি কোম্পানিগুলো আয় করছে বৈদেশিক মুদ্রা। কিন্তু বর্তমানে দেশে মানহীন ওষুধের উৎপাদন বেড়েছে যা সুস্থ ও স্বাভাবিক জীবনের জন্য শুধু অনিশ্চিতই নয়, হুমকিস্বরূপও। যে দেশের ওষুধ বিদেশে রপ্তানি হয়, সে দেশে মানহীন ওষুধ তৈরির প্রশ্নই আসে না। কিন্তু বর্তমানে মানহীন ওষুধ তৈরিতে প্রশ্নই আসে না। কিন্তু বর্তমানে মানহীন ওষুধ তৈরিতেও আমরা এগিয়ে। ফলে যে হারে মানহীন ওষুধ বাজারে প্রবেশ করছে, এতে অল্প কিছুদিনের মধ্যেই ওষুধ রপ্তানির সুনাম ক্ষুণ্ন হবে। বিদেশে রপ্তানিতে বাধাও আসবে, যা হবে বাংলাদেশের জন্য বিরাট ক্ষতি। তাই মানহীন ওষুধ তৈরির বিরুদ্ধে সরকারকে সোচ্চার হতে হবে। কঠোর আইন প্রয়োগের মাধ্যমে অতিদ্রুত তা বন্ধ করতে হবে। আশাকরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত ব্যবস্থা নেবে।
নজরুল ইসলাম অপু, বহদ্দার বাড়ি
বহদ্দারহাট, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধসাহিত্য সমালোচক অক্ষয়চন্দ্র সরকার
পরবর্তী নিবন্ধবাজলো তোমার আলোর বেণু