মানসিক শক্তি

পারভীন রব্বানী | সোমবার , ২০ সেপ্টেম্বর, ২০২১ at ৬:০৫ পূর্বাহ্ণ

রাতে আমার মেয়েটা ফোন করে বলে, আম্মু তোমার কি ‘…… ’কে মনে আছে? ও সুইসাইড করেছে। চমকে উঠি! বুকের ভিতরটা হু হু করে উঠে। পেপারেও এসেছে। ৯ তলা দালানের রুফটপ থেকে জাম্প করেছে। মেয়ের ছোটবেলার স্কুলের বন্ধু। মনে পড়ে যায়, মিষ্টি একটা মুখ। ওর মায়ের সাথে বসে কত গল্প করেছি। বুকের ভিতর রক্ত ঝরতে থাকে। ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছে। বিয়ে হয়েছে, দুটো ছেলে আছে। জবও করে। কেন এই দুর্মতি হলো? জানতে পারি, তার হাসবেন্ডের আরেকটা মহিলার সাথে সম্পর্ক ছিলো, অর্থাৎ পরকীয়া। বুঝতে পারি, হতাশা আর অসম্মানের জের এই আত্মহনন। আত্মহত্যার মত কঠিন সিদ্ধান্ত নিতে মেয়েটির বুক কি একবারও কেঁপে ওঠেনি? দুটো মাসুম বাচ্চার কথাও মনে পড়েনি? হয়তো প্রবঞ্চক স্বামী ক্রমাগত ইন্ধন যুগিয়েছে এই আত্মহত্যার পথ বেছে নিতে। হতাশা আর অসম্মানের কালো পাথর সরিয়ে আশার আলোর দিকে হাত বাড়ানোর মানসিক শক্তি মেয়েটির ছিলো না। আমাদের সামাজিক এবং পারিবারিক চরিত্র এমন যে, ছেলেদের কোন দোষ নাই। অনেক সময় অনেকের পরিবার বা সমাজ মেয়েদেরই মানিয়ে নিতে বলে। হতাশার করাঘাতে করাঘাতে জীবন যখন একেবারে নদীর কিনারে এসে ঠেকে তখন কেউ আত্মহত্যার পথ বেছে নেয়। খুব একটা সহজ কাজ নয়। পরীক্ষায় ফেল করা, প্রেমিকের প্রবঞ্চনা, পরকীয়া ইত্যাদি নানা কারণে হতাশার গ্লানি থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকে আত্মহত্যা করে। আমরা জানি জাপানে প্রচুর ছেলেমেয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার কারণের মধ্যে রয়েছে পারিবারিক সমস্যা, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা এবং বন্ধুদের কাছ থেকে অবজ্ঞা বা তাচ্ছিল্য পূর্ণ ব্যবহার। প্রতিটি মানুষই জীবনের কোন না কোন সময় দুঃসময়ের মুখোমুখি হয়। এই সময়টাকে পার করে দিতে প্রচুর মনোবল, শক্তি, সাহস এবং সর্বোপরি পজিটিভ চিন্তাভাবনার প্রয়োজন। মানসিক শক্তি শরীর ও মন উভয়ের জন্য সমানভাবে দরকারী। কারো অবহেলা, অপমান অথবা আবেগকে আমরা সহজেই নিয়ন্ত্রণ করতে পারি এই মানসিক শক্তির বলে। একটা মেয়ের জীবন অনেক মূল্যবান। তাকে মানসিক শক্তিতে বলীয়ান হতে হবে। তবেই সে হতাশা, অসম্মান আর হঠকারিতার জাল কেটে বেরিয়ে আসতে পারবে। আশা রাখি, সাথে সাথে তার সমাজ ও পরিবার পাশে এসে দাঁড়াবে। একজন মা হিসাবে, নারী হিসাবে মেয়েটির জন্য মন ক্রমশ কেঁদেই চলেছে। (সঙ্গত কারণে মেয়েটির নাম দেই নি)।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ কাট্টলী জেলে পাড়া রাস্তাটি চলাচলের অযোগ্য
পরবর্তী নিবন্ধশুভ্রশ্যামলিমা