চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি বলেছেন, অন্যান্য রোগের মতো মানসিক রোগেরও আধুনিক ও বিজ্ঞানসম্মত চিকিৎসা রয়েছে। মানসিক রোগীকে চিকিৎসার পাশাপাশি পারিবারিক ও সামাজিক সমর্থন দিতে হবে। ঝাড়ফুঁক বা অবৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি পরিহারে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে।
গত মঙ্গলবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘মানসিক স্বাস্থ্য একটি সর্বজনীন মানবাধিকার’। এ উপলক্ষে এক র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে হাসপাতালে এসে শেষ হয়। হাসপাতালের চিকিৎসক–নার্স–কর্মচারীরা র্যালি ও আলোচনায় অংশ নেন। সভায় বক্তব্য রাখেন ডা. এএসএম লুৎফুল কবির, ডা. গোলাম মোস্তফা জামাল ও ডা. তরিকুল মজিদ।
ডা. সেখ ফজলে রাব্বি বলেন, শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উন্নয়ন অপরিহার্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানসিক স্বাস্থ্যসেবাসহ সব ধরণের স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন। মানসিক স্বাস্থ্যসেবার অবারিত সুযোগ সৃষ্টিতে চিকিৎসক ও চিকিৎসার সেবার কাজে নিয়োজিতদেরকে আরো মনোযোগী হতে হবে। তিনি আরো বলেন, সরকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গণমুখী স্বাস্থ্যনীতি প্রণয়ন করে বাস্তবায়ন করে যাচ্ছে। সারাদেশে স্থাপন করা হয়েছে কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র। এসব সেবা কেন্দ্র থেকে মানুষ বিনামূল্যে ওষুধ পাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।






