সীতাকুণ্ড উপজেলার শুকলালহাট বাজার এলাকা থেকে নীলিমা রাণী ধর (৫৫) নামে মানসিক রোগী নিখোঁজ হয়েছেন। তার সন্ধান চেয়ে নিখোঁজের ছেলে তপন চন্দ্র ধর সীতাকুণ্ড মডেল থানায় গতকাল বুধবার সাধারণ ডায়রি করেছেন। ডায়েরিতে উল্লেখ করা হয়, বাড়বকুণ্ড দক্ষিণ মাহমুদাবাদ এলাকার বাসিন্দা মৃত বিটু চন্দ্র ধরের স্ত্রী নিলিমা রাণী ধর গত ২০ নভেম্বর শুকলাল হাট বাজার থেকে নিখোঁজ রয়েছেন। তিনি মানসিকভাবে অসুস্থ। তাঁর গায়ের রঙ শ্যামলা, পড়নে লাল খয়েরী শাড়ি। তিনি সন্দ্বীপের আঞ্চলিক ভাষায় কথা বলে।
সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় গত মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরি করেন তার ছেলে। নিখোঁজ ব্যক্তির কেই সন্ধান পেলে০১৮১৫৩৭০০৯১,০১৮৯০৮২৬৩৭৮, ১০৮৬২৮৬৮৬৬৯ এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।