পিতার মৃত্যু, তার ওপর ঋণের টাকা পরিশোধ করতে না পারার মানসিক চাপে পড়ে আনোয়রায় অরুন বড়ুয়া (৫০) নামে এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। গত রবিবার বিকালে অরুণ বড়ুয়া বিষপান করেন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ঐদিন রাতেই তার মৃত্যু হয়। গতকাল সোমবার দুপুরে আনোয়ারায় নিজ বাড়িতে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তবে এ ঘটনায় থানায় কোন অভিযোগ নেই।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার চাতরী ইউনিয়নের রুদুরা গ্রামের বড়ুয়া পাড়ার বাসিন্দা মৃত বাবু লাল বড়ুয়ার পুত্র অরুণ বড়ুয়া (৫০) কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। ৫ সদস্যের পরিবার নিয়ে অরুণ বড়ুয়ার সংসারে অভাব অনটন লেগে থাকত। অভাব থেকে মুক্তি পেতে মহাজন ও এনজিও সংস্থা থেকে ঋণের টাকা নিয়ে বর্গা জমিতে চাষাবাদ করেও অভাব গোছাতে পাররেননি তিনি। তাই মানসিক চাপ বেড়ে যায় তার। তাছাড়া গত সপ্তাহে তার পিতা বাবু লাল বড়ুয়া মারা গেলে তিনি আরো ভেঙ্গে পড়েন।
নিহত অরুণ বড়ুয়ার কন্যা প্রিয়ন্তি বড়ুয়া (১৮) জানায়, গত সপ্তাহে তার দাদুর মৃত্যু হয়। এতে তার বাবা মানসিকভাবে ভেঙে পড়েন। তার ওপর মহাজন ও এনজিও সংস্থার লোকজনদের ঋণ পরিশোধের চাপ সইতে না পেরে তার বাবা আত্মহত্যা করেন। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার জানান, অরুণ বড়ুয়া নামের এক ব্যক্তির আত্মহত্যার খবর পেয়েছি। তবে তার ঋণের ব্যাপারে কোন কিছু আমার জানা নেই।