শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক এ ত্রিমূলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সম্ভব। শিশুর মানসিক ও নৈতিক বিকাশে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। তাই মানসম্মত শিক্ষাসহ শিশুর সার্বিক উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সেতুবন্ধন অত্যন্ত জরুরি। গত ২৫ ডিসেম্বর মাদ্রাসা প্রাঙ্গণে আল–হাসানাইন আইডিয়াল মাদ্রাসার উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইমামুদ্দিন কাদেরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন গর্জনিয়া রহমানিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার আরবি প্রভাষক সৈয়দ মুহাম্মদ আসিফ উল্লাহ। শুভেচ্ছা বক্তব্য দেন, আল–হাসানাইন আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আখতারুজ্জামান কাদেরী। উদ্বোধক ছিলেন বেতাগী জামেউল উলূম সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন আবেদী। প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় চেয়ারম্যান কাযী মুহাম্মদ মুঈন উদ্দিন আশরাফী। প্রধান আলোচক ছিলেন ছিপাতলী গাউসিয়া বহুমুখী কামিল মাদ্রাসার প্রধান মুফাস্সির গাজী মুহাম্মদ শফিউল আলম নেজামী। বিশেষ আলোচক ছিলেন মাওলানা মুহাম্মদ ফযলুল বারী, মাওলানা মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, প্রভাষক মুহাম্মদ মুহি উদ্দিন চৌধূরী, ডা. সৈয়দ মুহাম্মদ হেলাল উদ্দিন, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন কাদেরী, মুহাম্মদ আলমগীর হোসেন মামুন। বিশেষ অতিথি ছিলেন হাফেজ মাওলানা মুহাম্মদ সোলাইমান, আবু আহমদ সওদাগর, জসিম উদ্দিন, শাহ আলম, সৈয়দ রাশেদ, মাস্টার মুহাম্মদ নিয়াযুন নাইম, মাওলানা মুহাম্মদ রিফাত হোসাইন, মুহাম্মদ আশরাফ, মাস্টার মুহাম্মদ আজাদ, মাস্টার মুস্তাফিজুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











