মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশি

মতবিনিময় সভায় মোছলেম উদ্দিন

| রবিবার , ৭ মার্চ, ২০২১ at ৯:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, শিক্ষার পাশাপাশি শিশুরা যাতে শারীরিক, মানসিক ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন হয়ে গড়ে ওঠে সে ব্যাপারে শিক্ষকদের সচেতন থাকতে হবে। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশি। শিক্ষকদের নিজ দায়িত্বের প্রতি আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যথাসময়ে বিদ্যালয়ে হাজির হলে কেবল দায়িত্ব শেষ নয়, বিবেকের তাড়নায় প্রতিদিনকার অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। শিক্ষকদের চালচলন, কথাবার্তা ও বেশভূষা যেন শিক্ষার্থীদের শিক্ষণীয় হয়ে ওঠে সেদিকেও সজাগ থাকতে হবে। সার্বিকভাবে শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানে আশানুরূপ উন্নয়ন করতে হলে সরকারি সহযোগিতার পাশাপাশি স্থানীয় লোকদের সম্পৃক্ত করতে হবে।
তিনি গতকাল শনিবার বেলা ১১টায় বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মিলনায়তনে ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বোয়ালখালী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, বোয়ালখালী থানা অফিসার ইনচার্জ আবদুল করম, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ সমীর কান্তি দাশ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহেদা বেগম, উপজেলা শিক্ষা অফিসার বিকাশ ধর প্রমুখ। সভা সঞ্চালনা করেন চরণদ্বীপ দেওয়ান বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ইসমাত ফারজানা ও দক্ষিণ কড়লডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক ইসলাম।
বোয়ালখালী উপজেলাকে মানসম্মত প্রাথমিক শিক্ষার মডেল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষক, কর্মকর্তাগণকে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে এমপি মোছলেম উদ্দিন বলেন, বিদ্যালয়ের আঙ্গিনা, শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, শিক্ষা উপকরণ ব্যবহার করা, ছাত্র-ছাত্রীদের পড়া ও লেখার দক্ষতা উন্নয়নে বাড়ির কাজ, শ্রেণির কাজ দেয়া এবং তা যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুশতাকের মৃত্যু স্বাধীন মত প্রকাশের ওপর চরম আঘাত
পরবর্তী নিবন্ধআ. লীগের দুর্দিনের কাণ্ডারী ছিলেন শফিউল আলম