মানসম্মত গ্রন্থাগার চাই

| রবিবার , ৭ নভেম্বর, ২০২১ at ৭:১৪ পূর্বাহ্ণ

ফেনী জেলার এক স্বনামধন্য কলেজ জয়নাল হাজারী কলেজ। এটি ফেনী জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটি ফেনী শহর থেকে ২ কি:মি: দক্ষিণে অবস্থিত । এটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালে, বর্তমানে এ কলেজে শিক্ষার্থী রয়েছে ৪০০০ জন প্রায়, শিক্ষার্থীদের পাসের হার ৮৮.৪৫ শতাংশ। বর্তমানে এমপিওভুক্ত কলেজটি জেলার সীমানা ছাড়িয়ে কুমিল্লা শিক্ষাবোর্ডে উল্লেখযোগ্য কলেজ হিসেবে পরিণত হয়। এমপিওভুক্ত কলেজটি বেশ কয়েকবার পাসের হারের দিক দিয়ে জেলায় সর্বোচ্চ স্থান অধিকার লাভ করে । কিন্তু বর্তমানে এ কলেজের ছাত্র- ছাত্রীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়লেও ছাত্র-ছাত্রীদের গ্রন্থাগারের প্রয়োজনীয় দিকটি হচ্ছে উপেক্ষিত।
কলেজের আর্থিক অবস্থার সার্বিক উন্নতি হলেও গ্রন্থাগারের জন্য বরাদ্দ ছিল সীমিত। গ্রন্থাগার প্রতিষ্ঠাকালে কোনো প্রশিক্ষণপ্রাপ্ত গ্রন্থাগারিক না থাকায় পরিকল্পিতভাবে পরিচালিত হয়নি। কলেজে যেসব বিষয়ে অনার্স কোর্স রয়েছে সেসব বিষয়ের জন্য প্রয়োজনীয় বই নেই বললে চলে। ফলে শিক্ষার্থীরা তাদের জ্ঞান চর্চা থেকে পিছেয়ে যাচ্ছে।তাই ছাত্র-ছাত্রীদের জ্ঞান চর্চা বিকাশে গ্রন্থাগার খুবই গুরুত্বপূর্ণ।যদি গ্রন্থাগার থাকতো তাহলে শিক্ষার্থীরা তাদের সাহিত্য চর্চাকে আরো অনেক বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারতো। অতএব ছাত্র-ছাত্রীদের জ্ঞান চর্চার জন্য আরও কিছু বইপত্র সংগ্রহ করা দরকার। এই বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

জেসমিন আক্তার
শিক্ষার্থী, জয়নাল হাজারী কলেজ
ব্যবস্থাপনা বিভাগ
বি.বি.এ (সম্মান ) তৃতীয় বর্ষ ।

পূর্ববর্তী নিবন্ধবিনামূল্যে অক্সিজেন সরবরাহের সবুজ বনায়ন আমাদের সিআরবি
পরবর্তী নিবন্ধঅশ্বিনীকুমার দত্ত : সমাজহিতৈষী লেখক