স্রষ্টা বলল, আমিতো দেয়নি কোন সীমান্ত,
দিয়েছিলাম এক সুনীল–সুবিশাল আকাশ,
আকাশ বিভক্তির নাম দিলে জাতীয়তাবাদ,
দ্বারে দ্বারে তোমরা তুলে দিলে কাটাতার!
স্রষ্টা বলল শুন, মানবকে সেবিলে,
আমায় পাইবে সকল মানবের মাঝে,
তোমরা জাত, পাতে কেন বিভক্ত হইলে?
ঝরাচ্ছ রক্ত, গলে রক্তে রাঙ্গাহার!
স্রষ্টা বলল আমার আরাধনা? এত পথে?
কোটি প্রাণীর অব্যক্ত কথা ভাব সব বুঝি,
কিসের জন্য এমন করে লড়ছ সবে?
বলতে পার তোমরা কবে মানুষ হবে?