মানব সেবায় মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন

| সোমবার , ৪ জানুয়ারি, ২০২১ at ১০:৩৯ পূর্বাহ্ণ

গত এক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে চলছে আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের ব্যক্তিগত উদ্যোগে শীত বস্ত্র বিতরণ। গতকাল সকালে ১৩ নং উত্তর পাহাড়তলী বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠ ও ৮ নং শোলকবহর এলাকায় শীতার্তদের মাঝে শীতবন্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সারওয়ার আলম।
প্রধান অতিথি বলেন, ‘দীর্ঘ তিন দশক ধরে চলছে আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম। শীতবস্ত্র বিতরণ, শিক্ষা উপকরণ প্রদান, সেহরী ও ইফতার সামগ্রী প্রদান, করোনাকালে ত্রাণ ও করোনা রোগীদের অঙিজেন প্রদানসহ চট্টগ্রাম মহানগর ও এর আশপাশ এলাকায় যে কোন দুর্যোগে মানব সহায়তায় অগ্রণী ভূমিকা পালন করছে অত্র প্রতিষ্ঠান। এছাড়াও বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠ এর শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ ও ওয়াটার এইড বেসরকারী প্রতিষ্ঠানের সহায়তায় স্যানিটেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাহের মনজুর কলেজের সাবেক অধ্যক্ষ বাদশা আলম, বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক গোলাম রহমান, তৈয়্যবিয়া জামে মসজিদের খতীব মাওলানা আব্দুল মান্নান, সমাজ সেবক সাহেদ মুরাদ, গোলাম মনছুর, মো. শাহজাহান, নুরুল আজিম, ইলিয়াছ চৌধুরী, মাহফুজ আহমদ, নুরুল আকিদ, তসলিম খাঁ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে শীতবস্ত্র
পরবর্তী নিবন্ধসিডিএর সড়ক নির্মাণে ক্ষতিগ্রস্তদের চেক প্রদান