রোটারি জেলা সচিবালয় সম্প্রতি একটি কনভেনশন সেন্টারে শোকরানা সমাবেশ ডিস্ট্রিক্ট সেক্রেটারি মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় এরিয়া এডভাইজার ডা. মঈনুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা গভর্নর রুহেলা খান চৌধুরীকে বরণ করেন ভাইস গভর্নর পিডিক্তি দিলনাশিন মোহসেন, পিডিজি এম এ আউয়াল, পিডিজি ড. বেলাল উদ্দিন আহমদ, ডিজিই ইঞ্জিনিয়ার মোহাম্মদ মতিউর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ফান্ট জেন্টেলম্যান্ট পিপি জিয়াউদ্দিন চৌধুরী, গর্ভনরের দুই কন্যা উজমা ও আনিকা এবং পিডিএফজি ডা. আবু আয়ুব হামিদ।
বক্তব্য দেন, সাবেক জেলা সচিব পিপি জালাল উদ্দিন বাবলু, ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড কমিটি চেয়ার পিপি মোহাম্মদ মুজিবুর রহমান, এডিশনাল এরিয়া ডাইরেক্টর পিপি আবু হাসনাত চৌধুরী, এডিশনাল এরিয়া ডাইরেক্টর পিপি মোহাম্মদ আকবর হোসাইন, জোনাল কো-অডিনেটর পিপি আব্দুল করিম খন্দকার, পিপি এমদাদুল আজিজ চৌধুরী, পিপি কফিল উদ্দিন মাহমুদ রিপন, টী সার্জেন্ট এট আর্মস ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, ডেপুটি গভর্নর পিপি জামাল উদ্দিন আহমদ, পিপি আরিফুল গণি চৌধুরী, পিপি মোহাম্মদ আরশাদ চৌধুরী, অ্যাসিস্টেন্ট গভর্নর পিপি খায়ের আহমদ, পিপি মোহাম্মদ ইসমাইল, পিপি নাদিরা বেগম শিল্পী, পিপি দিদারুল আলম, ক্লাব সভাপতি জাফর আহমদ, প্রফেসর মোহাম্মদ জসিম উদ্দিন খান, অ্যাডভোকেট শওকত আউয়াল চৌধুরী, মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি জেলা গভর্নর রুহেলা খান চৌধুরী বলেন, মানব সেবায় নিজেদেরকে উৎসর্গ করুন এবং মানবতার কল্যাণে বহুবিধ কার্যক্রমের মাধ্যমে রোটারির ভাবমূর্তিকে উজ্জ্বল করুন। জাতির জনক বঙ্গবন্ধু যে স্বপ্নের কথা বলেছিলেন তার অনেকটাই ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত হয়েছে। আর অবশিষ্টটুকু রোটারিয়ানরা রোটারির সাত কর্মক্ষেত্রের বাস্তবায়নের মাধ্যমে লক্ষে পৌঁছতে পারবে বলে আমার বিশ্বাস। অনুষ্ঠানে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফেরাত ও রোটারি জেলা ৩২৮২ বাংলাদেশ এবং জেলা গভর্নরের সার্বিক সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন সুগন্ধা মসজিদের খতিব মহিউদ্দিন আল কাদেরি। প্রেস বিজ্ঞপ্তি।












