বিএসএইচআরএম চট্টগ্রাম চ্যাপ্টারের ইফতার মাহফিল গত ৭ এপ্রিল শুক্রবার চট্টগ্রাম ক্লাবের ট্যারেস হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এ.টি.এম পেয়ারুল ইসলাম। তিনি চট্টগ্রামে মানব সম্পদ পেশাজীবীদের অগ্রগতিতে সংগঠনের বলিষ্ট ভুমিকার প্রশংসা করেন এবং মানব সম্পদ ব্যবস্থাপনায় দক্ষতা ও উৎকর্ষতা বৃদ্ধিতে কাজ করার আহবান জানান। সংগঠনের চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রম পরিচালক খোরশেদুল হক ভুঁইয়া। সম্মানিত অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাভোকেট মো. নাজিম উদ্দীন, প্রকৌশলী মো. ইমরান, ডা. শামিম খান , কাজী নাজমুল হুদা, প্রফেসর ড. রকিবুল কবির প্রমুখ।
মিজানুর রহমানের সঞ্চালনায় শুরুতেই ইসলামের আলোকে শিক্ষা, প্রশিক্ষণ ও মানব সম্পদ ব্যবস্থাপনা শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন লিটন মৃধা মিয়া। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মো. হেলাল উদ্দীন। প্রেস বিজ্ঞপ্তি।












