মানবতার তরে সেবাদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান। তিনি গতকাল শুক্রবার সীতাকুণ্ড উপজেলার ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড কোট্টাবাজার আশকরপাড়া জামে মসজিদে জুমার নামাজের প্রাক্কালে এ বক্তব্য রাখেন।
লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান বলেন, মানব সমাজের নিরাপত্তা, সুখ–শান্তি ও উন্নতির ভিত্তি হলো সততা। আর, মহান আল্লাহ্ দুনিয়াতে তাঁর ইবাদত করার জন্যই আমাদের সৃষ্টি করেছেন। মানবসেবা হলো রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাপকাঠিতে অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। আসুন, পবিত্র আশুরার দিনকে সামনে রেখে নবী (সা.) ঘোষিত সর্বোত্তম দিন পবিত্র জুমার দিনে আমরা মানবতার প্রতি দায়বদ্ধতা ও কর্তব্য পালনের শপথ নিই। খতিব মাওলানা ফখরুল ইসলামের ইমামতিতে জুমার নামাজ শেষে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান মুসল্লিদের সাথে সৌহার্দ্য বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সফিউল আলম, মোয়াজ্জিন মোহাম্মদ খাইরুজ্জামান, সদস্য মো: ইসমাইল, ভোরের চেতনা পত্রিকার চট্টগ্রামের ব্যুরো চীফ এ আর তুহিনসহ এলাকার সর্বস্তরের মুসল্লিগণ। প্রেস বিজ্ঞপ্তি।











