মানব শকুন

দুলাল বড়ুয়া | সোমবার , ২২ নভেম্বর, ২০২১ at ৬:১৮ পূর্বাহ্ণ

আকাশে শকুনের দল ডানা ঝাপটায়,
দলবেঁধে উড়ে চলে আপন সীমানায়;
জানান দেয় রক্ত-মাংস খাবে সহসায়,
তাদের আপন স্বভাবের কোন পরিবর্তন নাই।

মানুষরূপী শকুনের দল আবির্ভূত হয় স্বীয় মহিমায়,
একতার বাঁধনে নিজেদের বাঁধনে জড়ায়;
মানুষের চরম ক্ষতির অনন্য কারণ হয়ে দাঁড়ায়,
তাদের আপন স্বভাবের কোন পরিবর্তন নাই।

সমাজের নেতা সাজে, সাজে ভন্ড গুরুর ন্যায়
অভিনয়ে পটু তারা, তাদের মতো করে সবকিছু সাজায়;
নিজেরাই শুধু দাবী করে শ্রেষ্ঠ-অন্যকে ওপরে
উঠতে দিতে না চায়,
তাদের আপন স্বভাবের কোন পরিবর্তন নাই।

ধূর্ত শৃগালের হুক্কাহুয়া ডাকার ন্যায়,
সবাই এক সাথে সাড়া দিয়ে যায়;
মন্দের নির্ভেজাল একতায়-সকলের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়,
তাঁদের আপন স্বভাবের কোন পরিবর্তন নাই।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সমাবর্তন চাই
পরবর্তী নিবন্ধশিশুরা আগামীর ভবিষ্যৎ