মানব মুকুট

এস. এম. শাহ আলম | শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২০ at ৬:৪৭ পূর্বাহ্ণ

হে আল্লাহ! তুমি আমাদের সর্দার, আমাদের দাতা; মুহাম্মদ (দ.)- এর প্রতি শান্তি বর্ষণ করো, যিনি তাজ, মে’রাজ, বোরাক ও ঝাণ্ডার অধিকারী। যিনি রোগ-ব্যাধি, বিপদ-আপদ, মহামারি, দুর্ভিক্ষ ও মুক্তি লাভের অছিলা, যাঁর নাম লৌহ মাহফুজে লিপিবদ্ধ, সমুন্নত, সংযোজিত ও অঙ্কিত। যিনি আরব ও আরবের নেতা, যাঁর দেহ পবিত্র, সুগন্ধময়, নির্মল, বায়তুল্লাহ ও হারাম শরীফে দীপ্তিমান, যিনি দ্বি- প্রহরের সূর্য, আঁধারে পূর্ণিমার চাঁদ। সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হেদায়েতের আলো, সৃষ্টির আশ্রয়গুহা ও অন্ধকারের প্রদীপ, যিনি সুন্দর চরিত্রের অধিকারী, সমস্ত উম্মতের শাফায়াতকারী। দানবীর ও দানশীল, যাঁর স্থান সিদরাতুল-মুনতাহা ও লক্ষ্য কাবা কাওসাইন। যাঁর উদ্দেশ্য প্রকৃত লক্ষ্য এবং যাঁর অস্তিত্ব মূল উদ্দেশ্য, যিনি রাসূলকুলের নেতা, নবীকুলের সমাপক, গোনাহগারদের শাফায়াতকারী, প্রবাসীদের আপনজন। বিশ্ববাসীর শান্তি, প্রেমিকদের স্বস্তি ও আশাবাদীদের আশা, যিনি আরেফদের সূর্য, সালেকদের প্রদীপ ও সান্নিধ্য লাভকারীদের আলোকবর্তিকা। যিনি গরীব মিসকিনের বন্ধু, জ্বীন-ইনসানের সর্দার, হারামাইনের নবী, উভয় কেবলা’র অগ্রনায়ক ও দো-জাহানের অছিলা, যিনি কাবা কাওসাইনের অধিকারী। বিশ্বপালকের প্রিয়পাত্র হাসান হোসেনের মাতামহ, আমাদের অভিভাবক, সমগ্র মানব ও দানব জাতির অভিভাবক। যাঁর কুনিয়াত (উপনাম) আবুল কাশেম এবং যাঁর নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। যিনি আল্লাহর উজ্জ্বল জ্যোতি, হে নবীর জ্যোতির্ময় সৌন্দর্যের প্রেমিকদল! আপনারা তাঁর উপর এবং তাঁর পরিবারবর্গের উপর দরূদ ও সালাম পাঠ করুন। আল্লাহুম্মা ছল্লি আলা ছৈয়্যেদেনা মুহাম্মদ, নবীয়ানা শফিয়ানা মৌলানা মুহাম্মদ।

পূর্ববর্তী নিবন্ধপ্রিয় নবীর শুভাগমন
পরবর্তী নিবন্ধপ্রিয় নবীজী