মানুষের জীবনটা অদ্ভুত এক ধাঁচে গড়া। শৈশব, কৈশোর, যৌবন, পৌঢ় সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনার যেন এক মহাকাব্য। সময়ের স্রোতবেয়ে জীবন চলতে থাকে আপন গতিতে কোনকিছুর জন্য বা কারো জন্য কখনও কোনদিন জীবনের গতি থাকে না থেমে। ঘড়ির কাঁটার মত চলছে তো চলছে। বিরামহীন এ পথচলা। এভাবে চলতে চলতে একদিন থেমে যায় পথ চলা বেজে উঠে ছুটির ঘন্টা। জীবন থেকে চিরদিনের জন্য ছুটি। স্নেহ মায়া মমতা ভালবাসা জড়ানো পরিবার আত্মীয় স্বজনের বন্ধন থেকে চিরতরে বিদায়। কারো সাধ্য নাই এ বিদায়কে রোধ করার। সবাইকে সময়ের এ ধাপগুলো পার হয়ে পরপারের বাসিন্দা হতে হয়। ধনী গরীব আমির ফকির গন্তব্য সবার এক। কেউ যায় শ্মশানে কেউবা কবরে। সুন্দর এ পৃথিবীতে জন্মগ্রহণ করে মানুষ যতন করে রতন দিয়ে মায়ার কানন সাজায় একদিন চলে যেতে হবে জেনেও। এ জগত সংসারে আমরা সবাই দু’ দিনের অতিথি মাত্র। তারপরও হিংসা হানাহানি ঝগড়া বিবাদ থেকে আমরা মুক্ত হতে পারি না। ভাইয়ে ভাইয়ে পরিবারে পরিবারে সমাজে সমাজে সামান্য কোন একটা কারণকে অসামান্য করে তুলে ঝগড়া বিবাদে লিপ্ত হই। ধন সম্পত্তি জায়গা জমি নিয়ে মারামারি স্বার্থ নিয়ে কাড়াকাড়ি কম বেশি সবখানেই পরিলক্ষিত হয়। কেউ কাউকে ছাড় দিতে রাজি নই। আমরা সবাই বিশ্বাস করি সময় ফুরালে সবই পড়ে রইবে কিছুই যাবে না সঙ্গে। ‘এ ভবের রঙ্গ হবে যে ভঙ্গ ‘। যে রূপে এসেছি এ ভবে যেতে হবে সেরূপে। তারপরও স্বার্থের লোলুপ দৃষ্টি আমাদের মোহজালে আবদ্ধ করে অন্ধ করে দেয়। রুদ্ধ করে দেয় বিবেকের দ্বার। স্বার্থের গন্ডি থেকে পারি না তাই বের হতে। ফলস্বরূপ মারামারি, হানাহানি, সংঘাত লেগে থাকে। নিজেরা নিজেদের শান্তির পথে অশান্তির কাটা ছড়িয়ে দিই। এ পরিস্থিতি থেকে সমাজ সংসারকে মুক্ত করা প্রয়োজন। প্রয়োজন সুন্দর সুশৃঙ্খল সমাজ বিনির্মাণ।
সুন্দর সমাজ তখনই বিনির্মাণ হয় যখন সমাজের মানুষগুলো সুন্দর মনের অধিকারী হয় একতার সুর বেজে উঠে সবার মধ্যে। তার জন্য ধর্মীয় অনুশাসন মেনে চলার কোন বিকল্প নেই কেননা ধর্মীয় অনুশাসন মানুষকে নৈতিকভাবে বলীয়ান করে সৎ চরিত্র গঠনে সহায়ক ভূমিকা পালন করে। যদি মানব জীবনকে সুন্দর এবং সফল করতে চায় তবে ধর্মকে জীবনের অলংকার করতে হবে। তাই ক্ষণিকের এ জগত সংসারে ব্যক্তি স্বার্থ পরিহার করে নিঃস্বার্থ পরায়ন হয়ে ঝগড়া বিবাদের ঊর্ধ্বে উঠে একতাবদ্ধ হয়ে হাসি আনন্দে মেতে থেকে জীবনকে উপভোগ করলেই মানব জীবন সুন্দর ও সফল হবে।
লেখক : শিক্ষক ও প্রাবন্ধিক