যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগের উদ্যোগে বেলুন উড়িয়ে এবং পায়রা অবমুক্ত করে আলোচনা সভা–সম্মাননা স্মারক প্রদানসহ বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
গতকাল বিকেলে কাজীর দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সাংস্কৃতিক অনুষ্ঠান, সাবেক নেতৃবৃন্দদের সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি মাহাবুবুল হক সুমন, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার। সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দীন চৌধুরী, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক সৈয়দ মাহমুদুল হক, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু।
সমাবেশে প্রধান অতিথি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর নির্দেশে শেখ ফজলুল হক মনি এই যুব সমাজকে সংগঠিত করতেই গড়ে তোলেন যুবলীগ। অল্প কিছুদিনের মধ্যেই সংগঠনটি একটি শক্তিশালী যুব প্রতিষ্ঠানে পরিণত হয়। বক্তারা মানব কল্যানে ব্রতী হয়ে রাজনীতি করার আহ্বান জানান।
উত্তর জেলা যুবলীগ : যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গতকাল চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আলোচনা সভা সংগঠনের সভাপতি এবং হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলমের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভা ও কর্মসূচিসমূহে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ–সভাপতি মোঃ শামসুদ্দীন সিকদার আরজু, অ্যাডভোকেট দীপক কান্তি দত্ত, মোঃ শহীদুল আলম, নাছির হায়দার করিম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সৈয়দ মনজুর আলম, মোঃ এরশাদ হোসেন, আব্দুল করিম, আবুল বশর, মোঃ ফোরকান, এম.এ খালেদ চৌধুরী, জয়নাল আবেদীন, বিমল চন্দ্র নাথ, মোঃ সাহেদ সরওয়ার, মোঃ ওসমান চৌধুরী, ইঞ্জিনিয়ার হাছান মুরাদ, অ্যাডভোকেট এস.এম অহিদুল্লাহ, মোঃ বাবলু, ফজলুল কাদের, আকতার হোসেন, সিদ্দিকুর রহমান, বদিউল খায়ের লিটন, অধ্যাপক নাজমুল হুদা মনি, মাকসুদুর রহমান প্রমুখ।
মোহরা ওয়ার্ড যুবলীগ : যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫নং মোহরা ওয়ার্ড যুবলীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা দলীয় কার্যালয়ে ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সঞ্জীব ভট্টাচার্য্য বাবুর সভাপতিত্বে যুবলীগ নেতা মুনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক নাজিম উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, সদস্য রোবায়াদ হোসাইন। প্রধান বক্তা ছিলেন মহানগর যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থার বিষয়ক সম্পাদক নঈম উদ্দিন খান। এতে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এস.এম. আলী আকবর, শফিকুল রহমান সৌরভ, ইউসুফ সরকার, নুরুল আব্বাস, ইকবাল হোসেন, মোঃ হানিফ, ইকবাল হোসেন জিকু, জিয়া উদ্দিন, মহানগর ছাত্রলীগের সহ–সম্পাদক ইমরান হোসেন জনি, থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ খান ইরফান, ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ খান, মো. রফিক, আবু সায়েদ। সভায় আরো উপস্থিত ছিলেন এস.এম কফিল উদ্দিন, ইয়াছিন তারেক, মোজামেল হোসেন মানিক, মো. সোহেল, আবু ইসহাক মুন্না, উজ্জ্বল দাশ, পানু দাশগুপ্ত, জয়নুল আবেদীন, মহিউদ্দিন, নজরুল ইসলাম, মো. আসলাম, মো. জাকির, সন্তোষ দাশ, মো. মামুন, নুরুল আবসার ও নয়ন দাশ প্রমুখ।