মানব কল্যাণে কাজ করেছেন অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান

স্মরণসভায় বক্তাদের অভিমত

| সোমবার , ১৫ নভেম্বর, ২০২১ at ১১:৩১ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শিক্ষাবিদ ও কলামিস্ট অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে স্মরণসভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ও পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. জিনবোধি বলেছেন, শিক্ষাক্ষেত্রে তিনি যে অবদান রেখেছেন এটি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য নিয়ামক শক্তি। চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় তাঁর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আলোর দ্যুতি ছড়াছে উল্লেখ করে তিনি আরো বলেন, অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান ছিলেন নিরঅংহকার নির্লোভ ও শিক্ষাবান্ধব সৎ মানুষ। সারাজীবন লেখালেখির মাধ্যমে তিনি ঘুনেধরা সমাজকে পরিবর্তনের জন্য সাহসিকতা সাথে কাজ করে গেছেন। অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খানের মতন সৎ মানুষ এই সমাজে বড় বেশি প্রয়োজন। গতকাল বঙ্গবন্ধু একাডেমির উপদেষ্টা ইসমাইল মঞ্জুর আশরাফীর সভাপতিত্বে সাংস্কৃতিক সংগঠক প্রণবরাজ বড়ুয়ার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন সাংবাদিক সুজিত কুমার দাশ। স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ দিদার আশরাফী। বক্তব্য রাখেন অধ্যাপক শিব প্রসাদ, নারী সংগঠক মর্জিনা আক্তার লুচি, চৌধুরী জসিমুল হক, সাংবাদিক হারুণ রশিদ, মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, মুক্তিযোদ্ধা এম এম সালাম, মুক্তিযোদ্ধা দুলাল কান্তি বড়ুয়া, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, আসিফ ইকবাল, আঞ্জুমান আরা, ইফতেখারুল আলম রিয়াদ, জেসমিন জেসি, রিমন মুহুরী, রাশেদা আক্তার সুমি, মো. তিতাস, শাকিবুল ইসলাম, জিএম পারভেজ, একেএম মুজিবুর রহমান, আলমগীর চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএলএলবি (অনার্স) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
পরবর্তী নিবন্ধএমপিওভুক্তির দাবিতে অনার্স মাস্টার্স শিক্ষকদের মানববন্ধন