পটিয়া উপজেলাধীন লাখেরা গ্রামের পল্লী চিকিৎসক, সমাজ সেবক ও সংস্কৃতিসেবী মানবেন্দ্র বড়ুয়া (৭২) গত বুধবার বিকাল ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার দুপুর ২টায় লাখেরা অভয় বিহার প্রাঙ্গণে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সিনিয়র সহ-সভাপতি শীল ভদ্র মহাথেরর সভাপতিত্বে অনুষ্ঠিত শেষকৃত্য ও অনিত্য সভায় ভিক্ষুসংঘসহ বৌদ্ধ নেতৃবৃন্দ অনিত্য দেশনা ও স্মৃতিচারণ করে প্রয়াতের পারলৌকিক মঙ্গল কামনা করেন। আগামীকাল রোববার সকাল ৯টায় প্রয়াতের সাপ্তাহিক ক্রিয়া ও সংঘদান অনুষ্ঠিত হবে।












