প্রখ্যাত গীটার শিল্পী, বাংলাদেশ বৌদ্ধ সমিতির ভাইস চেয়ারম্যান মানবেন্দ্র বড়ুয়া (৯৪) গতকাল দুপুর সাড়ে ৩টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, দুই পুত্রসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শাশ্বতী তালুকদার প্রয়াতের জ্যেষ্ঠ কন্যা। আজ দুপুর ২টায় চট্টগ্রাম বৌদ্ধ বিহারে শোক সভা এবং আগামী ২৫ ফেব্রুয়ারি বিকালে নিজ গ্রাম মহামুনি পাহাড়তলীতে প্রয়াতের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।