মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৭ তম মৃত্যুবার্ষিকী আজ

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২০ at ১০:৩০ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৭ তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮৩ সালের আজকের এই দিনে তৎকালীন শান্তিবাহিনীর প্রতিপক্ষের হাতে নির্মমভাবে প্রাণ হারান পাহাড়ের এই নেতা। প্রতি বছরের ন্যায় এ বছরও নানা আয়োজনে এই শোকাবহ দিনটি পালনের উদ্যোগ নিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, যুব সমিতি, হিল উইমেন্স ফেডারেশন, মহিলা সমিতি ও পাহাড়ী ছাত্র পরিষদসহ পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এম এন লারমা জুম্মজাতির অধিকার প্রতিষ্ঠায় ছাত্র জীবন থেকেই ছিলেন আপোষহীন। তাই কাপ্তাই বাধের বিরোধিতা করে ছাত্র আন্দোলন করতে গিয়ে ১৯৬৩ সালের ১৫ ফেব্রুয়ারী তিনি গ্রেফতার হন । ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধএশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ভর্তি প্রসঙ্গে
পরবর্তী নিবন্ধশহীদ নূর হোসেন দিবস আজ