মানবী

হামিদা খাতুন পান্না | শনিবার , ২৭ ডিসেম্বর, ২০২৫ at ৬:৪৩ পূর্বাহ্ণ

কখনো কখনো মনে হয় জীবনের সবকিছুই যেন অর্থহীন চারপাশে মানুষ আছে, আপন মানুষ গুলো অনেক দূরে, দূরের পাহাড় চূড়ার মতো! আমি খুব অসহায় জীবন্ত এক মানবী। ভেতরে ভেতরে এক অজানা শূন্যতা গ্রাস করে নিচ্ছে আমাকে, হাসি মুখে থাকি সবাই ভাবে আমি ঠিক আছি কিন্তু কেউ বোঝে না এই হাসির আড়ালে কতটা ক্লান্তি, কতটা ব্যথা লুকিয়ে আছে, প্রতিদিন যেন একটা যুদ্ধ চলে নিজের সাথে, মন বলে সবশেষ আর বাস্তবতা জোর করে টেনে নিয়ে যায় যেন বাঁচতেই হবে, স্বপ্ন দেখার শক্তিটাও হারিয়ে ফেলেছি এখন, সব কিছুই যেন কুয়াশার মতো ঝাপসা লাগে, কখনো ভাবি এতটা ভাঙা মন নিয়েও মানুষ কিভাবে বেঁচে থাকে? হয়তো এই বেঁচে থাকা একটা অভ্যাস হয়ে গেছে, হয়তো একদিন এই কষ্টটাই আমাকে শক্ত মানুষ বানাবে কিন্তু আজ আমি শুধু ক্লান্ত খুব, খুব ক্লান্ত!

পূর্ববর্তী নিবন্ধশীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াই
পরবর্তী নিবন্ধছোটো কাগজ শিশুসাহিত্য : নবীন-প্রবীণ লেখকের সমাহার