যুক্তরাষ্ট্রে অভিবাসীরা বেঁচে থাকে নিরন্তর ভয়ের মধ্যে, যা অত্যন্ত বেদনাদায়ক। অভিবাসীদের নিয়ে এই অকপট মন্তব্য সংগীত শিল্পী শাকিরার। যিনি নিজেও একজন অভিবাসী। শাকিরা তার কৈশোরে কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে থিতু হয়ে বসবাস শুরু করেছিলেন। এই কারণে অভিবাসীদের প্রতি সব সময়ই তার পাল্লা ভারি দেখা যায়। চলতি বছরের শুরুতে সংগীতের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘গ্র্যামি’ শাকিরা উৎসর্গ করেন যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসী ভাইবোনদের। ওই অনুষ্ঠানে তিনি প্রকাশ্যে অঙ্গীকার করেছিলেন, সব পরিস্থিতিতে তিনি অভিবাসীদের পক্ষে থাকবেন। খবর বিডিনিউজের। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। সেই বিক্ষোভ ঘিরে নাতাশা রথওয়েল, অলিভিয়া রদ্রিগোর মতো হলিউড তারকারা যোগ দিয়েছেন সাধারণের কাতারে। এবার অভিবাসীদের পক্ষ নিয়ে ফের আওয়াজ তুললেন শাকিরা। ভ্যারাইটি লিখেছে, ট্রাম্পকে উদ্দেশ্য করে শাকিরা বলেন, এখন আগের চেয়েও বেশি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন আগের চেয়েও বেশি, আমাদের আওয়াজ তুলতে হবে এবং এটা স্পষ্ট করে বলতে হবে যে একটি দেশ তার অভিবাসন নীতি পরিবর্তন করতে পারে, কিন্তু সব ধরনের মানুষের সাথে দেশটির আচরণ সব সময় মানবিক হতে হবে।