মানবিক সহায়তায় এগিয়ে আসুন

ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণে বক্তারা

আজাদী ডেস্ক | বুধবার , ৫ মে, ২০২১ at ১১:০৪ পূর্বাহ্ণ

৩৫নং বক্সিরহাট ওয়ার্ড : মে দিবস উপলক্ষে ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ডে নারী-পুরুষ শ্রমিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। ওয়ার্ড আ.লীগের ব্যবস্থাপনায় উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড আ.লীগের যুগ্ম সম্পাদক আবু মোহাম্মদ ইউসুফ। ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক সৈয়দ সগীর আহমেদ, মহানগর যুবলীগের আহ্‌বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু, মাহমুদুল আলম লিটন, ফয়েজ উল্লাহ চৌধুরী বাহাদুর, মান্না বিশ্বাস, আলী আকবর চৌধুরী, শওকতুল ইসলাম দুলাল, ইলিয়াস জামান, নাজিম সোহেল, নাজিম উদ্দিন, খোকন, বিশ্বজিৎ বিশ্বাস। উপস্থিত ছিলেন, আবদুল হান্নান চৌধুরী, রিপন দেবনাথ, আমীরুল কবির সুমন, আবু সাদেক রিমন, আব্দুল হালিম, খোকন, আব্দুল্লাহ আল নোমান, সাইদুর রহমান সাইমন, মো. নবাব, সেলিমউদ্দীন সেকু, আলমগীর, আলী আহম্মদ, ইলিয়াস প্রমুখ।
মুজিব সৈনিক : পবিত্র মাহে রমজানে করোনা মহাসংকটে মুজিব সৈনিকের উদ্যোগে সংগঠনের সভাপতি আসফাক হোসাইন খানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক রুবেলের সঞ্চালনায় ৫নং মোহরা ওয়ার্ডের মুজিব চত্বরে শনিবার পথ শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্‌বায়ক মহিউদ্দিন বাচ্চু। এসময় আরো উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন, ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দিন, আবু সাইদ জন, হেলাল উদ্দিন, নূরুল আনোয়ার, সালেহ আহমদ দিঘল, খোকন চন্দ্র তাঁতি, ইকবাল ইকরাম চৌধুরী স্বামীম, আরিফুল ইসলাম মাসুম, সাইফুল করীম, সাজ্জাদ আলী, মো. রুবেল, মো. সুমন, ইমরান আহমেদ শাওন, রাকিবুল হূদা প্রমুখ।
আন্দরকিল্লা কাউন্সিলর রুমকি : ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডে ১০ দিনের খাদ্য সহায়তার ভালোবাসার উপহার সামগ্রী তুলে দেয়া হয়েছে। মহান মে দিবস উপলক্ষে জার্মান ইন্সিটিউট অফ অল্টারনেটিভ এনার্জি’র বাংলাদেশ প্রতিনিধি করোনাযোদ্ধা প্রকৌশলী জ্যোতির্ময় ধর ও মহিলা কাউন্সিলর রুমকি সেন গুপ্তের যৌথ উদ্যোগে এসব উপহার সামগ্রী তুলে দেয়া হয়। উপহার সামগ্রী বিতরণকালে সবাইকে স্বাস্থ্যবিধি মানা, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলার অনুরোধ জানানো হয়।
আনোয়ারার তৈলারদ্বীপ : আনোয়ারা প্রতিনিধি জানান, উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবার ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে ৩৫০ পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এস.এম. আলমগীর চৌধুরী এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন হেলাল, যুবলীগ নেতা সোহরাবুল আলম মিরাজ, জমির উদ্দীন, দেলোয়ার হোসেন, মো. মোরশেদ, মো. রাসেল।
চকরিয়া : চকরিয়া প্রতিনিধি জানান, করোনার কারণে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণি-পেশার দেড় হাজার পরিবারকে প্রদান করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী ও মানবিক সহায়তা। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে গতকাল মঙ্গলবার পৌরসভার মগবাজারস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কর্মহারা উপকারভোগী পাঁচ শতাধিক পরিবারের হাতে তুলে দেওয়া হয় এই উপহার সামগ্রী। কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ উপস্থিত থেকে এই মানবিক সহায়তা প্রদান উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু সুফিয়ান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ, সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন, থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাসুদুর রহমান, সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিমুল হক আজিম প্রমুখ।
কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় : যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও তৈরি খাবার বিতরণ অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়। ১০নং কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে, ২৬নং ওয়ার্ড বড়পোল মইন্যাপারা বাইতুছ সালাত জামে মসজিদ এবং ৩৬নং ওর্য়াডের পশ্চিম নিমতলা বায়তুল ফালা জামে মসজদি প্রাঙ্গণে ১২০০ সাধারণ মানুষরে মাঝে খাবার, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ কর হয়। এ সময় উপস্থিত ছিলেন আকবর শাহ থানা আওয়মী লীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ, সহ সভাপতি লোকমান, মহিলা কাউন্সলির তসলিমা নুরজাহান রুবী, প্রফেসর নুরনবী পারভেজ, ইমতিয়াজ বাবলা, নুর ইসলাম রাসেল, এমরান হোসনে, যুবায়ের হোসনে অভি, মনিরুল হক মনির, আবদুল মনি রাজু আকবর এনামুল হক জাবেদ রানা, রমিন, দিদার, ফারুক, জিয়া উদ্দিন, মাসসুদুল আলম জিকু, শাহাজান বাপ্পি, রবিউল হোসেন তানিম, আলীনুর রুবলে, ইব্রাহিম খলিল, আল-আমিন, লটিন, আরাফাত, সায়মন, আলতাফ, নুরুল ইসলাম রিয়াদ, মোস্তাফ মামুন ভুইয়া, সৌরনে বড়ুয়া, আল সাইফ, মোঃ তারেক, রায়হান, রাসেল, সোহেল, খোকন, মোশারফ হোসেন, নিপু ভট্টার্চায প্রমুখ।
জেলা পরিষদ : চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে করোনাকালীন খাদ্য সহায়তা প্রদান করেছেন জেলা পরিষদের সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী দিলুয়ারা ইউসুফ। গতকাল মঙ্গলবার রাউজান, রাঙ্গুনিয়া, পটিয়া, হাটহাজারী, বোয়ালখালীতে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এসময় দিলুয়ারা ইউসুফ বলেন, এলাকার মানুষের ভাগ্যোন্নয়ন ও কল্যাণে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। তাই করোনাকালীন সময়ে মানুষের পাশে থেকে সবসময় কাজ করে যাচ্ছে জেলা পরিষদ। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জয়ী : শ্রমজীবী মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন সামাজিক সংগঠন জয়ী। গত শনিবার বিকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের আহ্বায়ক যমুনা তালুকদারের সভাপতিত্বে ও সদস্য ইয়াছমিন আক্তারর সঞ্চলনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন শেখ ফরিদ, শাহিন উল আলম, সৈয়দ আসাদ সর্দার, সালাউদ্দিন লেদু।
অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন, জয়ীর সদস্য শামসুর নাহার রিমু, লিপি বেগম, নীলা মল্লিক, অঞ্জু ভৌমিক, লুৎফুর নাহার বেগম, নুর নাহার বেগম, আয়েশা বেগম, নাছমা বেগম, রুমি বেগম, প্রমি আক্তার, সানজিদা আক্তার, সাথী আক্তার, মিম আক্তার প্রমুখ।
ঈগলস ৯৬/৯৮ : চট্টগ্রাম এসএসসি ৯৬ ও এইচএসসি ৯৮ ব্যাচভিত্তিক সংগঠন চট্টগ্রাম ঈগলস ৯৬/৯৮ এর উদ্যোগে গতকাল ১শ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাজেদুল হক ও আসিফ ইফতেখার হোসেন।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধবিনা নোটিশে ৩৬ জনকে ছাঁটাইয়ের অভিযোগ