শাহ্সূফী মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্–হাসানীর (ক.) ১৩তম ওরশ মাহফিল মাইজভাণ্ডার দরবারে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়াসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে খতমে কুরআন,ফ্রি চিকিৎসা ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয়, মাদক ও যৌতুকের বিরুদ্ধে গণস্বাক্ষর, আলোকচিত্র প্রদর্শনী ও মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি পালিত হয়। মাহফিলে সভাপতির বক্তব্যে সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্–হাসানী (ম.জি.আ.) বলেন, বিশ্বে আজ নিরপরাধ মানবতার চরম অপমান–নিগ্রহ চলছে। শান্তিকামী নিরীহ মানুষের ওপর শক্তিধর মানুষের প্রবল শোষণ নিপীড়ন আজ মাত্রা ছাড়িয়ে গেছে। নিপীড়ন– শোষণ–বঞ্চনামুক্ত একটি শান্তিময় পৃথিবী ও মানবিক সমাজ গড়তে আজীবন দিশারীর ভূমিকা রেখেছেন হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্–হাসানী (ক.)। তিনি বলেন, মাইজভাণ্ডারী মহাত্মাদের জীবন দর্শনের অনুসৃতির মাধ্যমে নিষ্পেষিত মানবতার বিপন্ন অবস্থা থেকে নিষ্কৃতি সম্ভব। তিনি বলেন, আউলিয়ায়ে কেরামের প্রদর্শিত ইসলামের শান্তি–দর্শন ও অহিংস নীতি ব্যক্তি, পরিবার, অর্থনৈতিক ও সামাজিক জীবনে অনুসরণ করলে বর্তমান নিগৃহীত অবস্থা থেকে পরিত্রাণ মিলবে।
মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মইনীয়া যুব ফোরামের সভাপতি সৈয়দ মেহবুব–এ–মইনুদ্দীন আল্–হাসানী, কার্যকরী সভাপতি সৈয়দ মাশুক–এ–মইনুদ্দীন আল্–হাসানী, সৈয়দ হাসনাইন–এ–মইনুদ্দীন আল্–হাসানী, সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর ট্রাস্টের মহাসচিব অ্যাড.কাজী মহসিন চৌধুরী, আন্জুমান কেন্দ্রীয় মহাসচিব শাহ্ মোহাম্মদ আলমগীর খান মাইজভাণ্ডারী, আলহাজ কবির চৌধুরী, মুফতী বাকী বিল্লাহ আল–আযহারী, রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, অধ্যক্ষ গোলাম মুহাম্মদ খান সিরাজী, মুফতী এইচএম মাকসুদুর রহমান, বাকের আনসারী, মুহাম্মদ হাসান, হাফেজ নাজের হুসাইন প্রমুখ। মুনাজাত পরিচালনা করেন সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল–হাসানী।