মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখছে গাউসিয়া কমিটি

খাদ্য সামগ্রী বিতরণকালে মহাসচিব শাহজাদ

| বুধবার , ৫ মে, ২০২১ at ১১:০১ পূর্বাহ্ণ

পবিত্র মাহে রমজানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে করোনা মহামারীতে কর্মহীন ও অস্বচ্ছল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের আওতাধীন শাপলা, শ্যামলী আ/এ ও আর্টিলারি মোড় যৌথ ইউনিট। গতকাল মঙ্গলবার দুপুর ২ টায় নবগঠিত এ ইউনিটের প্রথম কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব শাহজাদ ইবনে দিদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১১ নং ওয়ার্ড কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইল। উদ্বোধনী বক্তব্যে মহাসচিব বলেন, আজ ২১ রমজান হযরত আলীর (রাঃ) শাহাদাত বার্ষিকীর দিনে গাউসিয়া কমিটির নতুন একটি ইউনিটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। ইসলামের পরিশুদ্ধ আক্বীদার ধারক গাউসিয়া কমিটি চলমান করোনা মহামারীতে মৃতদের দাফন-কাফন এমন কি ভিন্ন ধর্মের মানুষের সেবাসহ মৃতদেহের সৎকার কর্ম সম্পাদন করে মানবিক একটি সংগঠন হিসাবেও উদাহরণ সৃষ্টি করেছে। পাশাপাশি কর্মহীন ও অস্বচ্ছল মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়ে সংগঠনের কর্মীরা মানবিক সমাজ গঠনেই মূলত ভূমিকা রেখে চলেছেন। তিনি গাউসিয়া কমিটির অগ্রযাত্রায় নতুন এ ইউনিটের সদস্যদের শামিল হওয়ার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইল বলেন, করোনায় মৃতদের কাফন-দাফন ও সৎকার করে গাউসিয়া কমিটি আজ মানবিকতার এক অনন্য সংগঠনে পরিণত হয়েছে। তিনি এ ধরনের সামাজিক ও মানবিক কাজে সবসময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুগ্ম সম্পাদক কুতুব উদ্দিন আলী। ইউনিট সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহেল। উপস্থিত ছিলেন উপদেষ্টা মো. আবুল কাশেম, মো. হাশেম, সহ সভাপতি মো. ইলিয়াছ কন্ট্রাক্টর, কামরুল আহসান কাউসার, শাহাদাত হোসেন, জিয়াউল হাসান খসরু, কে এম শরীফ, সহ সাধারণ সম্পাদক মনির হোসেন, মো. বাদল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবদুল বাকি চৌধুরী
পরবর্তী নিবন্ধগরিব মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব