অসামপ্রদায়িক ও মানবিক সমাজ গঠনই মাইজভান্ডারী ত্বরিকার মূল দর্শন বলে মন্তব্য করেছেন চবি সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দীন চৌধুরী। গত নগরীর মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলে পঞ্চদশ মাইজভান্ডারী শিশু–কিশোর সমাবেশের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনে তিনি একথা বলেন। শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর ১১৭তম ওরশ উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন করে মাইজভান্ডারী একাডেমী। সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এম জাফরের সভাপতিত্বে ও অধ্যাপক মীর মুহাম্মদ তরিকুল আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, অ্যাডভোকেট নাজমুল আহসান মো. আলমগীর।
উপস্থিত ছিলেন এইচ এম রাশেদ খান, এম মাকসুদুর রহমান হাসনু,মুহাম্মদ আবুল মনসুর, মুহাম্মদ আশরাফুজ্জামান আশরাফ, তানভীর হোসাইন, নুরুল করিম নুরু, আশরাফ উদ্দিন সিদ্দিকী,এইচ আর মেহবুব জিকু, বিপ্লব পার্থ, আরেফিন রিয়াদ, ওমর ফারুক, শামসুল ইসলাম, প্রফেসর তাজুল ইসলাম, বলাই আচার্য্য প্রমুখ।
বিভিন্ন স্কুল, মাদরাসার তিন সহস্রাধিক শিক্ষার্থী কিরাত, হামদ–নাত, দেশাত্মবোধক গান, মাইজভন্ডারী, নজরুল ও রবীন্দ্র সঙ্গীত, কবিতা আবৃত্তি, রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। আগামী ১৩ জানুয়ারি এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে প্রতিযোগিতার পুরস্কর বিতরণী ও শিশু–কিশোর সমাবেশ অনুষ্ঠিত হবে।
প্রেস বিজ্ঞপ্তি।