মানবিক সংগঠন দস্তরখানার বর্ষপূর্তি

| বুধবার , ২৫ অক্টোবর, ২০২৩ at ৯:৪৬ পূর্বাহ্ণ

২০২২ সালের অক্টোবরে যাত্রা শুরু করা মানবিক সংগঠন ‘দস্তরখানা’র প্রথম বর্ষপূর্তি পালন করা হয়েছে। সম্প্রতি এ উপলক্ষে দিনব্যাপী চট্টগ্রাম সমাজসেবা অধিদফতরের আওতাধীন এতিম শিশু, মানসিক প্রতিবন্ধী ও বৃদ্ধদেরসহ প্রায় চার শতাধিক মানুষের একবেলা খাবার, শতাধিক শিশুদের জন্য নতুন কাপড়, কবিতা আবৃত্তি, দলীয় গান ও কেক কেটে উদযাপন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদফতর চট্টগ্রাম জেলার উপ পরিচালক মোহাম্মদ ফরিদুল আলম, বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ ফেরদৌস জাহান, পটিয়া উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ফারহানা আফরিন জিনিয়া, সমাজসেবা অধিদফতর চট্টগ্রাম জেলার উপ পরিচালক তাসনিম আকতার, পাঁচলাইশ যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোহাম্মদ সিরাজুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম, বায়েজিদ থানার সেকেন্ড অফিসার মুফিজুল ইসলাম, সোলাইমান খান নয়ন, ৪৩ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কান্তা ইসলাম মিনু, মোহাম্মদ ইমরান, দস্তরখানার মুখপাত্র কাজি মাকসুদুল আরেফিন আসিফ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবু নাসের জুয়েল, ব্যারিস্টার কলেজ ছাত্র সংসদের ছাত্রমিলনায়তন সম্পাদক আউয়াল মুসা, মহানগর ছাত্রলীগ নেতা রাজা শাহ, সামাজিক সংগঠক মো. রাহাত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএলডিসি উত্তরণের পরেও মিলবে বাণিজ্য সুবিধা : ডব্লিউটিও
পরবর্তী নিবন্ধ‘হে অতীত কথা কও’ বইয়ের মোড়ক উন্মোচন