দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, সকল ধর্মের মূলকথা মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা, আদর্শিক পথে জীবনকে এগিয়ে নেওয়া। ধর্ম আমাদের আলোকিত পথের আহ্বান জানায়।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর মধ্যম মোহরায় সুকুমার চৌধুরীর বাড়ি প্রাঙ্গণে আয়োজিত ধর্ম সম্মেলনে তিনি একথা বলেন। স্বামী অদ্বৈতানন্দপুরী মহারাজ স্মরণে লক্ষ্মী নারায়ণ ও গৌর নিতাই বিগ্রহের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব উপলক্ষে আয়োজিত এই ধর্মসম্মেলনে মোছলেম আরো বলেন, নীতি-নৈতিকতাহীন জীবন কখনো প্রশান্তি দেয় না। ধর্মীয় শিক্ষা কলুষতামুক্ত জীবন গড়তে সহায়তা করে। বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে প্রত্যেককে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরাঙ্গ নিকেতন উৎসব উদ্যাপন পরিষদের কো-চেয়ারম্যান অমিত চৌধুরী। বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত, পরিষদের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আশীষ কুমার সিংহ, গোলপাহাড় কালী বাড়ি সভাপতি মাইকেল দে, সঞ্জীব বরণ নাথ, নিউটন কুমার মজুমদার প্রমুখ।