মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশনের শিক্ষাসামগ্রী বিতরণ

| রবিবার , ২৫ ডিসেম্বর, ২০২২ at ৮:২২ পূর্বাহ্ণ

মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে গত শুক্রবার দুপুরে পুরাতন চান্দগাঁও থানাধীন খতিব বাড়ীস্থ তাহমিদুল উম্মাহ্‌ মডেল হিফজ মাদরাসায় শীতবস্ত্র, শিক্ষা সামগ্রী বিতরণ ও একবেলা ভাল খাবার প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডা. জামাল উদ্দিন, উপদেষ্টা শের আলী, সংগঠনের সিনিয়র সভাপতি মুহাম্মদ ফয়সাল আহমেদ, সদস্য রুহুল আমিন, এসএম মামুন চৌধুরী, হাফেজ মাওলানা শাকের উল্ল্যাহ সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গগণ। অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. মো: জামাল উদ্দিন বলেন, ক্রয়ক্ষমতার বাইরে শীতার্ত ব্যক্তিরা না পারে পেট ভরে খাবার খেতে, না পারে কোনো অসুখ হলে চিকিৎসা করাতে। রাতের বেলায় দেখা যায় কীভাবে, কেমন করে শীতবস্ত্রবিহীন মানুষ কষ্টে রাত যাপন করছে। তাদের নেই কোনো শীত নিবারণ করার সম্বল।

প্রতিবছর দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শীতের তীব্রতায় দুস্থ, নিঃস্ব, ছিন্নমূল, গরিব, দুঃখী, বস্ত্রাভাবী শিশু, বৃদ্ধ, নারীপুরুষ নিদারুণ কষ্ট পায়। তাই সমাজের বিত্তশালী ব্যক্তিরা যদি ইচ্ছা করেন, তাঁদের নিজ নিজ জেলার শীতার্ত অসহায় গরিবদুঃখী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পারেন।

পূর্ববর্তী নিবন্ধএকাদশে ভর্তি : আস্থার শীর্ষে ডিজিটাল কলেজ সিএসবিএইচ
পরবর্তী নিবন্ধমাওলানা সৈয়দ আহমদ