মানবিক দিক বিবেচনায় পূর্ব নির্ধারিত ডায়ালাইসিস ফি বহাল রাখার দাবি

কিডনি রোগী কল্যাণ সংস্থার সভা

| সোমবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:২৬ পূর্বাহ্ণ

সম্প্রতি ডায়ালাইসিস ফি বৃদ্ধির সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কিডনি রোগী কল্যাণ সংস্থা। গত শনিবার সন্ধ্যায় নগরীর একটি কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় কিডনি রোগীদের সামর্থের অনুকূলে পূর্বনির্ধারিত ডায়ালাইসিস ফি বহাল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়।
আগামী ১১ মার্চ বৃহস্পতিবার আন্তর্জাতিক কিডনি দিবস ২০২১ উদযাপন উপলক্ষে প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সভাপতি সৈয়দ মোহাম্মদ জাহেদুল হক, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালক (এডমিন) ও সংস্থার নির্বাহী সদস্য মোশাররফ হোসেন, জনসংযোগ উপকমিটির আহ্বায়ক সৈয়দ মো. শাহাবুদ্দিন, সংস্থার সাধারণ সম্পাদক জামালুদ্দিন হাওলাদার, মো. আরিফ, মোহাম্মদ হোসাইন, সৈয়দ জাফর আহমদ, আকতারুজ্জামান কায়সার, মোহাম্মদ আলমগীর, দীপংকর বোস, মো. মহিউদ্দিন রিয়াজ প্রমুখ। উপস্থিত সবার পরামর্শে কিডনি দিবস ২০২১ উদযাপন বিষয়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। এ সময় সংস্থার সিনিয়র সদস্য শাহাবুদ্দিনকে প্রধান করে একটি জনসংযোগ উপকমিটি গঠন করা হয়।
বক্তারা বলেন, অপ্রতুল চিকিৎসক, হাসপাতাল ও স্বাস্থ্যকর্মী এবং কিডনির উন্নত চিকিৎসার সীমাবদ্ধতার পরও কিডনি রোগীদের চিকিৎসা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং বেঁচে থাকার প্রাণান্তকর প্রচেষ্টাকে আমাদের জয় করতেই হবে। এর জন্য প্রয়োজন চিকিৎসা ব্যয় হ্রাসে রাষ্ট্রীয় উদ্যোগ ও মানবিক সমাজের সর্বাত্মক অংশগ্রহণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধককটেল বিস্ফোরণ মামলার আসামি কারাগারে