বাগমনিরাম ওয়ার্ডে প্রজন্ম ফাউন্ডেশনের উদ্যোগে গত ৩১ ডিসেম্বর শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতের উপহার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রজন্ম ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডা. এ কে এম ফজলুল হক, শিল্পপতি আজিজুল হক এবং রাজনীতিবিদ আহমদ খালেদুল আনোয়ার।
প্রধান অতিথি বলেন, শীত মৌসুমে সমাজের দরিদ্র ও অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টের মধ্যে দিন কাটায়। তাদের পাশে দাঁড়ানো কেবল একটি দাতব্য কাজ নয়, বরং এটি আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রজন্ম ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ তাওসিফ সুলতান রাফি।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সহ–সভাপতি মো. আবদুল হান্নান, মো. সাদুর রশিদ চৌধুরী প্রমুখ। শেষে এলাকার শীতার্ত মানুষের মাঝে উপহার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।










