মানবিক দায়িত্ব থেকেই শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন

প্রজন্ম ফাউন্ডেশনের উপহার বিতরণ কর্মসূচি উদ্বোধন

| শুক্রবার , ২ জানুয়ারি, ২০২৬ at ৬:১২ পূর্বাহ্ণ

বাগমনিরাম ওয়ার্ডে প্রজন্ম ফাউন্ডেশনের উদ্যোগে গত ৩১ ডিসেম্বর শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতের উপহার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রজন্ম ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডা. এ কে এম ফজলুল হক, শিল্পপতি আজিজুল হক এবং রাজনীতিবিদ আহমদ খালেদুল আনোয়ার।

প্রধান অতিথি বলেন, শীত মৌসুমে সমাজের দরিদ্র ও অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টের মধ্যে দিন কাটায়। তাদের পাশে দাঁড়ানো কেবল একটি দাতব্য কাজ নয়, বরং এটি আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রজন্ম ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ তাওসিফ সুলতান রাফি।

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সহসভাপতি মো. আবদুল হান্নান, মো. সাদুর রশিদ চৌধুরী প্রমুখ। শেষে এলাকার শীতার্ত মানুষের মাঝে উপহার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগোপনীয়তার কিছু নেই
পরবর্তী নিবন্ধখাজা গরীব নেওয়াজ ও ইমাম শেরে বাংলা (রহ.)’র ওরশ সম্পন্ন