মানবিক দায়বদ্ধতা সমাজকে পরিশুদ্ধ করে

বিএসআরএম’র ত্রাণ সামগ্রী গ্রহণকালে মেয়র

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৬ জুলাই, ২০২১ at ৬:৪০ পূর্বাহ্ণ

সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, সমাজের বিত্তবান শ্রেণির অর্জিত সম্পদে গরিবেরও হক রয়েছে। গরীব মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ শ্রমে যারা বিত্তবান হয়েছেন তাদের প্রতিদানের সময় করোনাকাল। এই প্রতিদান দিতে যারা এগিয়ে এসেছেন তাদের প্রতি মহান আল্লাহ তালার রহমত-বরকত বর্ষিত হবে। মানবিক দায়বদ্ধতা সমাজকে পরিশুদ্ধ করে।
গত বুধবার টাইগারপাসস্থ চসিকের অস্থায়ী ভবনে করোনাকালে কর্মচ্যুত ও দুস্থদের মাঝে প্রদানের জন্য বিএসআরএম’র ত্রাণ সামগ্রী গ্রহণকালে এ কথা বলেন। মেয়রের কাছে বিএসআরএম’র পক্ষে ত্রাণ হস্তান্তর করেন প্রশাসনিক প্রধান এ কে এম সাইফউদ্দিন খান ও ব্যবস্থাপক জহিরুদ্দিন মোহাম্মদ ইমরুল কায়েস। এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন ও মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম প্রমুখ।
পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ : গত বুধবার সকালে পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত উপহার সামগ্রী তুলে দেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। টাইগারপাসস্থ বাটালি হিলের সামনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র বলেন, সরকার বাস্তব পরিপ্রেক্ষিত বিবেচনায় লকডাউন শিথিল ও কঠোর করতে যাচ্ছে। এত অনেকের কষ্ট হচ্ছে, জীবিকা পথ বন্ধ হতে যাচ্ছে। তাবে জীবন বাঁচাতে হলে নিজের ও পরিবারের সুরক্ষা দরকার। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চসিক প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সফিকুল মান্নান সিদ্দিকী যিশু, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগ সভাপতি মো. মিনহাজ, সাধারণ সম্পাদক কলিম শেখ, জিয়াউর রহমান, আনোয়ার হোসেন।

পূর্ববর্তী নিবন্ধছনুয়ায় ১৭শ পরিবার পেল ভিজিএফের চাল
পরবর্তী নিবন্ধসাংবাদিক অরুণ দাশগুপ্ত স্মরণে সিটিভিতে বিশেষ আলোচনা অনুষ্ঠান আজ