মানবিক কাজে সকলকে এগিয়ে আসতে হবে

ন্যাশনাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের অনুষ্ঠানে আইনজীবী সমিতির সভাপতি

| বুধবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:৪১ পূর্বাহ্ণ

ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটি আয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠনের সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে ৩০ টি সংগঠনের নেতৃবৃন্দকে স্বেচ্চাসেবী হিসাবে সম্মমনা প্রদান করা হয়। নগরীর একটি অভিজাত রেস্টুরেন্ট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের মহাসচিব আব্দুল মান্নান, বাংলাদেশ গার্মেন্টস এঙেসরিজ এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারাস এন্ড এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের আব্দুল ওয়াজেদ চৌধুরী সোহেল, .এস.এম লজিস্টিক চট্টগ্রামের চেয়ারম্যান হাজী আরিফ হোসেন, ম্যানেজিং ডিরেক্টর নুর ইসলাম মঞ্জু, মোহাম্মদ রিয়াজ উদ্দিন। সভাপতিত্ব করেন সংগঠনের চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি লায়ন মোহাম্মদ ফারুক আহাম্মদ, উপস্থাপনা করেন সদস্য ফারহানা আক্তার এবং কেয়া আক্তার। বক্তব্য রাখেন এডভোকেট মোবারক হোসেন রিমু, মোহাম্মদ ইনাম এলাহী চৌধুরী, অধ্যক্ষ দেলোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার মামুনুর রসীদ (ভারপ্রাপ্ত), মোহাম্মদ আব্বাসউদ্দীন, মুঞ্জুর আহাম্মদ মঞ্জু, মুমিনুল হক খোকন, মোহাম্মদ নুর উদ্দিন, আবুল কাশেম, প্রিয়ংকা দত্ত, হারুনুর রসীদ, ইব্রাহীম বাচ্চু, আবুল কালাম আজাদ, মোস্তফা, প্রমুখ। এতে প্রধান অতিথি বলেন, সকলকে সমাজ উন্নয়নে ও মানবিক কাজে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে মানবকল্যাণে জনহিতকর কাজ করায় ত্রিশটি সংগঠনকে সম্মাননা স্মারক ও সমাজিক, মানবিক কল্যাণে নিবেদিত প্রাণ হাজী মোহাম্মদ আরিফ হোসেনসহ ৫ জন গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রধান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতাল পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ
পরবর্তী নিবন্ধবিগত দিন যারা নিরীহ মানুষের ওপর জুলুম করেছে তাদের বিচার হবে