মানবিক কর্মকাণ্ডে লায়নদের এগিয়ে আসার আহ্বান

লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের বোর্ড সভা

| শনিবার , ১৯ আগস্ট, ২০২৩ at ৮:৩০ পূর্বাহ্ণ

দেশ ও জাতির মানোন্নয়নে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান, সহমর্মিতা, সৌহার্দ্যকে সমুন্নত রেখে দায়িত্বশীলতার সাথে মানবিক কর্মকাণ্ডে লায়নদের এগিয়ে আসতে হবে। লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের বোর্ড সভায় লায়ন নেতৃবৃন্দ এ আহ্বান জানান। ক্লাবের নিয়মিত সভা, দায়িত্ব হস্তান্তর ও জেলা গভর্নর টিমের সংবর্ধনার প্রাক্কালে বিগত ২০২২২০২৩ সেবাবর্ষের সভাপতি লায়ন এম সোহেল খানের সভাপতিত্বে ১৫ কলেজ রোডস্থ ক্লাবের স্থায়ী প্রকল্প লায়ন্স সার্ভিস কমপ্লেক্সে এ বোর্ড সভা অনুষ্ঠিত হয়। বোর্ড সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন লায়ন্স জেলা ৩১৫বি৪, বাংলাদেশের প্রাক্তন কেবিনেট সেক্রেটারী লায়ন গোপাল কৃষ্ণ লালা, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়াটার্স ও লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের চেয়ারম্যান লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, কনসার্ন রিজিয়ন চেয়ারপার্সন ও লায়ন্স সার্ভিস কমপ্লেঙের সেক্রেটারী লায়ন ডা. মেসবাহ উদ্দীন তুহিন, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন সাধন কুমার ধর, কনসার্ন জোন চেয়ারপার্সন ও লায়ন্স সার্ভিস কমপ্লেঙের ট্রেজারার লায়ন আবদুর রব শাহীন এবং বর্তমান ২০২৩২০২৪ সেবাবর্ষের প্রেসিডেন্ট লায়ন বাবুল কান্তি লালা ও ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ নাজমুল শাকের। সভায় অংশগ্রহণ করেন ২০২৩২০২৪ সেবাবর্ষের সেক্রেটারী ইসমাইল চৌধুরী, ট্রেজারার লায়ন বাসুদেব সিনহা, টেইল টুইস্টার লায়ন লিটন কান্তি দত্ত, ক্লাব ডিরেক্টর লায়ন মহাদেব ঘোষ, লায়ন হাজী শামসুল হক সরকার এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও ক্লাব অব চিটাগংয়ের সদ্যপ্রাক্তন প্রেসিডেন্ট লিও অদিতি বড়ুয়া ও প্রেসিডেন্ট লিও শেখ মুনতাসির মামুন।

পূর্ববর্তী নিবন্ধজমিয়াতুল মোদাররেসীন রাঙ্গুনিয়া শাখার অভিষেক
পরবর্তী নিবন্ধধুমপাড়া এলাকায় পাঁচ জুয়াড়ি গ্রেপ্তার