মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে দেশের মানুষ নির্বাচন চায়

আমান বাজারে সমাবেশে এস এম ফজলুল হক

| রবিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৫ at ১২:৫২ অপরাহ্ণ

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এস এম ফজলুল হক বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতাত্তোর রাজনীতির ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার মানসপুত্র। তিনি একদলীয় সরকার ও শাসনের বিরুদ্ধে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার কারণে আজকে দেশে বহু দলমতের রাজনীতি করার সুযোগ হয়েছে। আগামীতে ন্যায় শাসন, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে দেশের মানুষ অতি দ্রুত নির্বাচনের অপেক্ষায় আছে। সে নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। তিনি আরো বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষনা করেছেন, সহাবস্থানের রাজনীতি এবং দেশের কল্যাণে এ দফা সমূহের ভিত্তিতে জনগণের রায় নিয়ে আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশ পরিচালনা করবেন। তিনি আরো বলেন,মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে দেশের মানুষ নির্বাচন চায়। তিনি গতকাল শনিবার বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে হাটহাজারী উপজেলার ফতেপুরচিকনদন্ডী ইউনিয়ন ও দক্ষিন পাহাড়তলী চসিক ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে স্থানীয় আমান বাজার চত্বরে র‌্যালিপূর্ব জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মোহাম্মদ মনসুর চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাহাবুবুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন লায়ন হারুন অর রশীদ, প্রফেসর মির্জা শহীদুল্লাহ বাবুল, নুরুন্নবী তালুকদার, মুহাম্মদ মীর কাশেম, জাকের হোসেন চেয়ারম্যান, এম.খায়রুন্নবী, সিরাজুল ইসলাম রাশেদ, একরাম হোসেন সেলিম, মো. শফিউজ্জামান, আবু তাহের মাস্টার, নুরুল আবছার আনছারী, মো. গিয়াস উদ্দিন। এম ইলিয়াছ আলীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সৈয়দ সরওয়ার, মোহাম্মদ ইব্রাহিম, মিনুআরা বেগম, মোহাম্মদ ইদ্রিস, নুরুল আলম মেম্বার, সেলিম উদ্দিন তালুকদার, হারুন উর রশীদ, নুর হোসেন মেম্বার, খোরশেদ চৌধুরী মেম্বার, শফিউল আজম, এস এম মহিউদ্দিন মাসুদ, মো. শাহ আলম, সৈয়দ তাজুল ইসলাম মেম্বার, জাফর আলম, আবুল কালাম আজাদ, শাহ আলম চৌধুরী, সৈয়দ নাজিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ রফিক, ওবাইদুল হক, শহীদুল্লাহ লিটন, এস এম পারভেজ, এয়ার মোহাম্মদ , মোস্তফা মনোয়ার মুন্না, সরওয়ার জাহান পুতুল, সাইফুল ইসলাম তালুদার, জুয়েল খাঁন, শফিকুল ইসলাম বাবু, রহিম উদ্দিন রাজু, গাজী আমজাদ, কবির হোসেন, আনোয়ার হোসেন, শাহজাহান খান, মো. মোরশেদ, ফোরকান হোসেন সুমন, শেখ মোরশেদ আলম, মো. একরাম মুনসী, ইউসুফ আলী, নুরুন্নবী মিলন, জাহাঙ্গীর আলম, আবদুস শুক্কুর মেম্বার, মোহাম্মদ রফিক, মো. নুরুদ্দিন, জানে আলম, রেজাউল করিম বাবু প্রমুখ। শেষে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এস এম ফজলুল হকের নেতৃত্বে এক র‌্যালি রামগড়হাটহাজারী মহাসড়ক সড়ক প্রদক্ষিন করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের নতুন ডিসি আব্দুল আউয়াল, উপসচিব হলেন ফরিদা খানম
পরবর্তী নিবন্ধবান্দরবানে অমন্ত সেন হত্যায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার