আমরা মানব জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হয়েও আমাদের বিবেক ও মনুষ্যত্ববোধের কতটুকু বহিঃপ্রকাশ করতে পেরেছি সেটা আমরা আমাদের কর্মে প্রমাণ করেছি। আসলে মানুষের কর্মই আসল পরিচয়। দিনে দিনে বিবেক ও মনুষ্যত্ববোধ হারিয়ে যাচ্ছে। এটা আসলে মানবজাতির সমস্যা নয় এই সমস্যাটা হচ্ছে আমাদের মানসিকতার। এই পৃথিবীতে যে যার মতো ব্যস্ত জীবন পার করছে। চারপাশের মানুষগুলোকে নিয়ে ভাবার সময় তাদের নেই। নিজে নিজে ভালো থাকার মধ্যে কখনো কোন আনন্দ নেই। চারপাশের মানুষদেরকে নিয়ে যদি আমরা ভালো থাকতে পারি তবেই আমরা শ্রেষ্ঠ মানব। আর আমরা যদি শ্রেষ্ঠ মানবের মানবিক গুণাবলী গুলো বিসর্জন দেই তাহলে আমরা অচিরেই এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতিতে পরিনত হবো। এটা আমাদের জন্য সবচেয়ে বেশি লজ্জাজনক। ধীরে ধীরে আমাদের মনুষ্যত্ববোধ হারিয়ে যাচ্ছে। সমাজের প্রতিটি স্তরের মানুষ কোনো না কোনোভাবে লাঞ্চিত হচ্ছে। কারণ উঁচুতলার মানুষগুলো নিচুতলার মানুষগুলোকে মানুষের চোখে দেখে না। কারণ তাদের মাঝে সেই মানবিকতা ও মনুষ্যত্ব বোধ আর নেই। হয়তো সেটা গুটি কয়েক মানুষের মধ্যে রয়েছে। বরং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মানবিকতার অভাব। আসলে বিবেক ও মনুষ্যত্ববোধ এই মানবজাতির একটি মহৎ গুণ। যে গুণটি কখনো তৈরি করা হয় না। এই গুণটি মানবজাতিকে অর্জন করে নিতে হয়। পরিশেষে, সুন্দর সমাজে বিনির্মাণে আমাদের সকলের মানবিকতা ও মনুষ্যত্ববোধ অর্জন হোক এটাই প্রত্যাশা ।