মানবাধিকার লঙ্ঘনের কথা স্বীকার করলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

| শুক্রবার , ১৩ জানুয়ারি, ২০২৩ at ১০:৪৫ পূর্বাহ্ণ

ইন্দোনেশিয়ায় অতীতে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট জোকো উইদোদো। ভবিষ্যতে মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি রোধের অঙ্গীকারও করেছেন তিনি। বুধবার প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে এক সংবাদ সম্মেলনে উইদোদো বলেছেন, রাষ্ট্রের প্রধান হিসেবে আমি পরিস্কার মনে এবং আন্তরিকভাবে স্বীকার করছি যে, অতীতের অনেক ঘটনায় ব্যাপক মানবাধিকার লঙ্ঘন হয়েছে।

এর জন্য আমি অত্যন্ত দুঃখিত। ১৯৬৫ সাল থেকে ২০০৩ সালের মধ্যে ঘটা ১২টি মানবাধিকার লঙ্ঘনের দুঃখজনক ঘটনার উল্লেখ করে তিনি। এর মধ্যে ১৯৯০ এর দশকের শেষের দিকে সাবেক প্রেসিডেন্ট সুহার্তোর বিরুদ্ধে বিক্ষোভ চলার সময় গণতান্ত্রিক কর্মীদের অপহরণের বিষয়টি রয়েছে। এছাড়া, স্নায়ুযুদ্ধের টান টান উত্তেজনার সময়ে কমিউনিস্ট-বিরোধী হত্যাকাণ্ডে বহু মানুষের মৃত্যুর ঘটনাও আছে। খবর বিডিনিউজের।

১৯৬০-এর দশক থেকে ২০০৩ সাল সময়ের মধ্যে ইন্দোনেশিয়ায় প্রায় ৫ লাখ মানুষ হত্যার শিকার হয়েছে বলে ধারণা করা হয়। ১৯৬৫ সালে ইন্দোনেশিয়ায় সামরিক বাহিনী, কমিউনিস্ট পার্টি ও ইসলামিক গোষ্ঠীগুলোর মধ্যে ক্ষমতার লড়াই চরমে উঠেছিল। এমন পরিস্থিতিতে এক অভ্যুত্থান প্রচেষ্টায় কমিউনিস্টদের বিরুদ্ধে ৬ জেনারেলকে হত্যার অভিযোগ নিয়ে সহিংসতা ছড়িয়ে পড়ে।

উইদোদো আরও বলেছেন, সরকার ভুক্তভোগীদের অধিকার পুনরুদ্ধার করার পথ খুঁজছে। বিচারিক প্রস্তাবনা প্রত্যাখ্যান না করে সুষ্ঠুভাবে এবং বিচক্ষণতার সঙ্গে এটি করা হবে। তিনি বলেন, ভবিষ্যতে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের কোনও ঘটনা যাতে আর না ঘটে সেটি নিশ্চিত করতে আমি আন্তরিকভাবে চেষ্টা করব। তবে কীভাবে তা করা হবে সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনকিছু বলেননি তিনি।

পূর্ববর্তী নিবন্ধকাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৫
পরবর্তী নিবন্ধইউক্রেনে অভিযান সামলাতে শীর্ষ জেনারেলকে দায়িত্ব দিল রাশিয়া